All India Radio Recruitment 2023: আকাশবাণীতে চাকরি করতে চান, একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল অল ইন্ডিয়া রেডিয়ো

Akashvani: পিটিসি পদের জন্য প্রার্থীদের কতকগুলি শর্ত মেনে চলতে হবে। যেমন প্রার্থীদের ৩ মাসের প্রবেশনারি পিরিয়ড চলবে। এরপর চুক্তি অনুযায়ী প্রার্থীদের নিয়োগ করা হবে।

All India Radio Recruitment 2023: আকাশবাণীতে চাকরি করতে চান, একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল অল ইন্ডিয়া রেডিয়ো
অল ইন্ডিয়া রেডিয়ো। প্রতীকী ছবি।Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2023 | 12:27 AM

নয়া দিল্লি: আকাশবাণীতে (Akashvani) চাকরি করতে চান? চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের করেন্সপন্ডেন্ট (PTC) পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে অল ইন্ডিয়া রেডিয়ো (All India Radio)। উত্তরাখণ্ডের ২টি জেলা নৈনিতাল ও পিথোরাগঢ় এবং ঝাড়খণ্ডের রাঁচি ও ছাতরা জেলার জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে অল ইন্ডিয়া রেডিওর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে। নৈনিতাল ও পিথোরাগঢ় কেন্দ্রের জন্য প্রার্থীদের আগামী ২৫ অগস্ট এবং রাঁচি ও ছাতরা জেলার জন্য ৩১ অগস্টের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

বয়সসীমা

প্রার্থীদের আবেদনের সর্বনিম্ন বয়স ২৪ বছর এবং সর্বোচ্চ বয়স ৪৫ বছর হতে হবে।

আবেদনের যোগ্যতা

প্রার্থীদের জার্নালিজম বা পাবলিক রিলেশনে স্নাতকোত্তর ডিপ্লোমা বা ডিগ্রি বা ন্যূনতম ২ বছরের জার্নালিজমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অডিও-ভিজ্যুয়াল মিডিয়ায় রিপোর্টিং সহ ভিডিও রেকর্ডিয়ের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার জানতে হবে।

নির্বাচন পদ্ধতি

মেধার ভিত্তিতে শর্টলিস্ট করার পর নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।

শর্তাবলী

পিটিসি পদের জন্য প্রার্থীদের কতকগুলি শর্ত মেনে চলতে হবে। যেমন প্রার্থীদের ৩ মাসের প্রবেশনারি পিরিয়ড চলবে। এরপর চুক্তি অনুযায়ী প্রার্থীদের নিয়োগ করা হবে। কোনও বেসরকারি সংস্থায় নিয়োজিত প্রার্থীরা আবেদনের যোগ্য নন। প্রার্থীদের জেলা সদর থেকে ১০ কিলোমিটারের মধ্যে বসবাস করতে হবে।