ঝাড়গ্রাম জেলার স্বাস্থ্য দফতরে হবে নিয়োগ, চলছে আবেদন প্রক্রিয়া
ঝাড়গ্রামের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। ৯ অগস্ট থেকে চলছে আবেদন গ্রহণ। ২০ অগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ চলবে।
ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে চুক্তির ভিত্তিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে এই নিয়োগ করা হবে। একাধিক পদে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই সব পদে অনলাইনে আবেদন করতে হবে। ফি জমা দিতে হবে অনলাইনে। আবেদনকারীরা যোগ্যতামান পূরণ করলে ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন। ইন্টারভিউয়ের ভিত্তিতেই নিয়োগ করা হবে।
ঝাড়গ্রামের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। ৯ অগস্ট থেকে চলছে আবেদন গ্রহণ। ২০ অগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ চলবে। এই নিয়োগের জন্য কেবলমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। জেনারাল ক্যাটেগরির আবেদনকারীদের ১০০ টাকা ফি জমা দিতে হবে। এবং অন্যান্য ক্যাটেগরির আবেদনকারীদের ৫০ টাকা ফি দিতে হবে। অনলাইনে আবেদনের পর কোনও নথি বা আবেদনের প্রমাণপত্র পাঠাতে হবে না। কেবলমাত্র আবেদনের অ্যাকনলেজমেন্ট স্লিপের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।
ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইক্রিয়াটিক সোশ্যাল ওয়ার্কার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, মাল্টি রিহ্যাবিলেশন ওয়ার্কার, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদে লোক নেওয়া হবে। এ ছাড়াও মেডিসিন, পেডিয়াট্রিক্স, গ্যাস্ট্রোএন্ট্রোলজি, অপথ্যালমোলজিতে বিশেষজ্ঞ স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।