India Post Recruitment 2023: মাধ্য়মিক পাশেই চাকরির সুযোগ, ৩০ হাজারেরও বেশি শূন্যপদে চলছে নিয়োগ ডাক বিভাগে

India Post Recruitment 2023: গ্রামীণ ডাক সেবক হিসাবে মোট ৩০ হাজার ৪১ টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে। ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিসটেন্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার ও ডাক সেবক পদে কর্মী নিয়োগ করা হবে।

India Post Recruitment 2023: মাধ্য়মিক পাশেই চাকরির সুযোগ, ৩০ হাজারেরও বেশি শূন্যপদে চলছে নিয়োগ ডাক বিভাগে
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 24, 2023 | 7:15 AM

নয়া দিল্লি: ভারতীয় ডাক বিভাগ দিচ্ছে চাকরির সুযোগ। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের অধীনে গ্রামীণ ডাক সেবক পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৩০ হাজার ৪১ টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in- এ গিয়ে আবেদন করতে পারেন। ২৩ অগস্টের মধ্যে এই শূন্যপদে আবেদন পাঠাতে হবে। তবে ২৪ থেকে ২৬ অগস্ট আবেদনপত্র এডিট করা যাবে।

গ্রামীণ ডাক সেবক হিসাবে মোট ৩০ হাজার ৪১ টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে। ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিসটেন্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার ও ডাক সেবক পদে কর্মী নিয়োগ করা হবে।

বয়সসীমা-

আগ্রহী আবেদনকারীদের ন্যূনতম বয়স ১৮ বছর ও সর্বোচ্চ বয়স ৪০ বছর ধার্য করা হয়েছে। তবে সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা-

আবেদনকারীদের অবশ্যই দশম শ্রেণি পাশ হতে হবে। অঙ্ক, ইংরেজি বাধ্যতামূলক বিষয় থাকতে হবে এবং স্থানীয় বা মাতৃভাষা দ্বিতীয় ভাষা হিসাবে থাকতে হবে। এছাড়াও আবেদনকারীদের কম্পিউটারের সম্যক জ্ঞান, সাইকেল চালানো ও এলাকার পরিচিতি থাকতে হবে।

আবেদন ফি-

এই শূন্যপদে আবেদনের জন্য ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে মহিলা, জনজাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষমদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।