NCL Recruitment 2023: মাধ্যমিক পাশেই নর্থান কোলফিল্ডে চাকরি, এই সুযোগ আর পাবেন না
NCL Recruitment 2023: নর্থান কোলফিল্ড লিমিটেডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩৩৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা এনসিএলের অফিসিয়াল ওয়েবসাইট nclcil.in- এ গিয়ে আবেদন জানাতে পারেন।
নয়া দিল্লি: চাকরি প্রার্থীদের জন্য় দারুণ খবর। নর্থান কোলফিল্ড লিমিটেডের (Northern Coalfield Limited) তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এনসিএলের তরফে একাধিক ট্রেনি পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই পদে আবেদন পাঠানোর শেষ তারিখ ৩১ অগস্ট।
নর্থান কোলফিল্ড লিমিটেডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩৩৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা এনসিএলের অফিসিয়াল ওয়েবসাইট nclcil.in- এ গিয়ে আবেদন জানাতে পারেন।
শূন্যপদ-
শোভেল অপারেটর (ট্রেনি)– ৩৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ডাম্পার অপারেটর (ট্রেনি)– মোট ২২১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
সারফেস মাইনার অপারেটর (ট্রেনি)– মোট ২৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ডোজ়ার অপারেটর (ট্রেনি)– মোট ৩৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
গ্রেডার অপারেটর (ট্রেনি)– মোট ৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
পে লোডার অপারেটর (ট্রেনি)– মোট ২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ক্রেন অপারেটর (ট্রেনি)– মোট ১২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা-
এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীকে সরকার স্বীকৃত কোনও বোর্ড থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল্য কোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদন ফি-
এই শূন্য়পদে আবেদনের জন্য ১ হাজার টাকা আবেদন ফি ও ১৮০ টাকা জিএসটি দিতে হবে। তবে ওবিসি, এসসি, এসটি, আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণিকে কোনও আবেদন ফি জমা দিতে হবে না।