CDAC Recruitment: ৫০০-র বেশি পদে নিয়োগ করা হচ্ছে কেন্দ্রীয় সংস্থায়, সমস্ত বিস্তারিত জেনে নিন

CDAC Recruitment: সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিংয়ে ৫৭০ পদে নিয়োগ করা হচ্ছে। ২০ ফেব্রুয়ারি করা যাবে আবেদন।

CDAC Recruitment: ৫০০-র বেশি পদে নিয়োগ করা হচ্ছে কেন্দ্রীয় সংস্থায়, সমস্ত বিস্তারিত জেনে নিন
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Feb 06, 2023 | 7:40 AM

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরিতে নিয়োগ করা হচ্ছে। সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং (Centre for Development of Advanced Computing)-র তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। ৫০০-র বেশি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন।

নিয়োগকারী সংস্থা:

সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং (Centre for Development of Advanced Computing)

পদের নাম:

প্রজেক্ট ইঞ্জিনিয়ার (Project Engineer) ও সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার (Senior Project Engineer) পদে নিয়োগ করা হচ্ছে।

মোট শূন্যপদের সংখ্যা:

৫৭০ টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে ৩০ টি শূন্যপদ রয়েছে। প্রজেক্ট ইঞ্জিনিয়ার/মার্কেটিং এক্সিকিউটিভ পদে ৩০০ জন, প্রজেক্ট ম্যানেজার/প্রোগ্রাম ম্যানেজার/প্রোগ্রাম ডেলিভারি ম্যানেজার/নলেজ পার্টনার/PS&O ম্যানেজার পদে ৪০ জন এবং সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার/মডিউল লিড/PS&O অফিসার পদে ২০০ জন নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা:

CDAC-র বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের স্বীকৃতপ্রাপ্ত কোনও বিশ্ববিদ্যালয় থেকে বি.ই না বি.টেক, এম.ই বা এম.টেক সম্পন্ন করতে হবে। এছাড়া পিএইচডি-ও করতে হবে।

বেতন:

প্রজেক্ট অ্যাসোসিয়েট: বার্ষিক ৩.৬ লক্ষ টাকা থেকে ৫.০৪ লক্ষ টাকা।

প্রজেক্ট ইঞ্জিনিয়ার/মার্কেটিং এক্সিকিউটিভ : বার্ষিক ৪.৪৯ – ৭.১১ লক্ষ টাকা

প্রজেক্ট ম্যানেজার/প্রোগ্রাম ম্যানেজার: বার্ষিক ১২.৬৩-২২.৯ লক্ষ টাকা

সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার: বার্ষিক ৮.৪৯- ১৪ লক্ষ টাকা

বয়সসীমা:

প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে আবেদন করতে প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছর।

প্রজেক্ট ইঞ্জিনিয়ার/মার্কেটিং এক্সিকিউটিভ পদে আবেদন করতে প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছর।

প্রজেক্ট ম্যানেজার/প্রোগ্রাম ম্যানেজার পদে আবেদন করতে প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৫০ বছর।

সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর।

আবেদনমূল্য:

কোনও ফি দিতে হবে না প্রার্থীদের।

নির্বাচন পদ্ধতি:

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

নিয়োগস্থল:

ভারতের সব জায়গার জন্য নিয়োগ করা হচ্ছে।

আবেদনের শেষ তারিখ:

২০ ফেব্রুয়ারি অবধি আবেদন করা যাবে।