SBI Recruitment 2023: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় একাধিক পদে নিয়োগ, দেখুন বিস্তারিত
SBI: ক্রেডিট ফিনান্সিয়াল অ্যানালিসিস (Credit Financial Analysis) ও ফ্যাকাল্টি (Faculty) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসবিআই। ইতিমধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
নয়া দিল্লি: দেশের অন্যতম বৃহত্তম ব্যাঙ্ক হল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (SBI)। দেশের এই বৃহত্তম ব্যাঙ্কে ফের চাকরির বড় সুযোগ এসেছে। ক্রেডিট ফিনান্সিয়াল অ্যানালিসিস (Credit Financial Analysis) ও ফ্যাকাল্টি (Faculty) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসবিআই। ইতিমধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চলতি মাসের ২৯ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন। আরও বিস্তারিত জানতে দেখে নিন একনজরে।
কোন পদে কটি শূন্যপদ?
ক্রেডিট ফিনান্সিয়াল অ্যানালিসিসে ৩টি পদে নিয়োগ হবে। আর ফ্যাকাল্টি ১টি পদে নিয়োগ করা হবে।
বয়স
ক্রেডিট ফিনান্সিয়াল অ্যানালিসিস পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২৭ বছর থেকে সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে হতে হবে। আর ফ্যাকাল্টি পদে প্রার্থীদের বয়স ২৮ বছর থেকে ৫৫ বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
ক্রেডিট ফিনান্সিয়াল অ্যানালিসিস পদের জন্য প্রার্থীদের CA বা MBA বা PGDM ডিগ্রি থাকতে হবে। আর ফ্যাকাল্টি পদের জন্য স্নাতকোত্তর অথবা এমবিএ ও তার সঙ্গে পিএইচডি ডিগ্রি থাকতে হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি
মেধার ভিত্তিতে প্রার্থীদের প্রথমে শর্ট তালিকাভুক্ত করা হবে। তার মধ্য থেকে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নিতে হবে।
আবেদন ফি
ক্রেডিট ফিনান্সিয়াল অ্যানালিসিস ও ফ্যাকাল্টি পদের জন্য জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৭৫০ টাকা দিতে হবে। SC/ST/PWD প্রার্থীদের আবেদন ফি হিসাবে ১২৫ টাকা দিতে হবে।
আরও বিস্তারিত জানতে আগ্রহী প্রার্থীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-র অফিসিয়াল ওয়েবসাইট www.sbi.co.in দেখুন। এখানেই ইন্টারভিউয়ের তারিখ, সময় ও স্থান জানানো হবে।