অসম লোকসভা কেন্দ্রের ফলাফল
অসমে রয়েছে মোট ১৪টি লোকসভা আসন। বর্তমানে অসমে রয়েছে বিজেপি শাসিত সরকার, যার মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। অসমের রাজনীতিতে বিজেপি সাংগঠনিক দিক থেকে বেশ পোক্ত একটি দল। পাশাপাশি কংগ্রেসেরও পায়ের তলায় মাটি রয়েছে অসমের রাজনীতির ময়দানে। এর পাশাপাশি বদরউদ্দিন আজমলের নেতৃত্বে এআইউডিএফও অসমের বেশ কিছু এলাকায় নিজেদের সংগঠন বিস্তার করেছে।
অসম লোকসভা কেন্দ্রের তালিকা
রাজ্য | আসন | প্রার্থী | ভোট | দল | ফল |
---|---|---|---|---|---|
Assam | Nagaon | PRADYUT BORDOLOI | 788850 | INC | Won |
Assam | Dibrugarh | SARBANANDA SONOWAL | 693762 | BJP | Won |
Assam | Lakhimpur | PRADAN BARUAH | 663122 | BJP | Won |
Assam | Darrang-Udalguri | DILIP SAIKIA | 868387 | BJP | Won |
Assam | Diphu | AMARSING TISSO | 334620 | BJP | Won |
Assam | Sonitpur | RANJIT DUTTA | 775788 | BJP | Won |
Assam | Kaziranga | KAMAKHYA PRASAD TASA | 897043 | BJP | Won |
Assam | Jorhat | GAURAV GOGOI | 751771 | INC | Won |
Assam | Barpeta | PHANI BHUSAN CHOUDHURY | 860113 | AGP | Won |
Assam | Kokrajhar | JOYANTA BASUMATARY | 488995 | UPPL | Won |
Assam | Karimganj | KRIPANATH MALLAH | 545093 | BJP | Won |
Assam | Dhubri | RAKIBUL HUSSAIN | 1471885 | INC | Won |
Assam | Guwahati | BIJULI KALITA MEDHI | 894887 | BJP | Won |
Assam | Silchar | PARIMAL SUKLABAIDYA | 652405 | BJP | Won |
অসমকে বলা হয় উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার। অসমের অন্যতম পরিচিতি এখানকার চা বাগান। রয়েছে অপরূপ প্রাকৃতিক শোভা। বিভিন্ন বিরল গাছপালাও পাওয়া যায় অসমে। পৌরাণিক কাহিনী অনুযায়ী, প্রাগজ্যোতিষ ও কামরূপের কথা শোনা যায়, যার রাজধানী ছিল প্রাগজ্যোতিষপুরা। বলা হয়, এই প্রাগজ্যোতিষপুরা অঞ্চলটি অবস্থিত ছিল বর্তমান গুয়াহাটি কিংবা তার আশপাশে কোনও একটি জায়গায়। অসম নামটি কোথা থেকে এসেছে, সে নিয়েও বিভিন্ন চর্চা রয়েছে। বলা হয়, অহোমরা অসম জয়ের থেকে এই শব্দটি এসেছে। আবার এমনও বলা হয়, অসম নামটি এসেছে 'অসম' বা 'অসমান' থেকে।
অসম হল বাংলাদেশ সীমান্তবর্তী একটি রাজ্য। এর পূর্ব সীমানায় রয়েছে নাগাল্যান্ড ও মণিপুর। পশ্চিম দিকে রয়েছে পশ্চিমবঙ্গ। উত্তরে রয়েছে ভুটান, অরুণাচল প্রদেশ এবং দক্ষিণে রয়েছে মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম ও বাংলাদেশ। অসমের উপর দিয়ে বয়ে গিয়েছে ব্রহ্মপুত্র নদ। এখানকার অধিবাসীদের অন্যতম জীবিকা চাষাবাদ। ধান চাষের জন্যও অসমের পরিচিতি রয়েছে। এছাড়া অসমের বিহু লোক উৎসব গোটা বিশ্বে নিজের পরিচিতি তৈরি করে নিয়েছে। অসমে রয়েছে মোট ১৪টি লোকসভা আসন। বর্তমানে অসমে রয়েছে বিজেপি শাসিত সরকার, যার মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। অসমের রাজনীতিতে বিজেপি সাংগঠনিক দিক থেকে বেশ পোক্ত একটি দল। পাশাপাশি কংগ্রেসেরও পায়ের তলায় মাটি রয়েছে অসমের রাজনীতির ময়দানে। এর পাশাপাশি বদরউদ্দিন আজমলের নেতৃত্বে এআইউডিএফও অসমের বেশ কিছু এলাকায় নিজেদের সংগঠন বিস্তার করেছে।
প্রশ্ন - ১৪টি লোকসভা আসন বিশিষ্ট অসমে ২০১৯ সালে ভোট শতাংশ কত ছিল?
উত্তর - ৮১.৬০%
প্রশ্ন - ২০১৯ সালের ভোটে অসমে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট কত আসন পেয়েছিল?
উত্তর - ৯টি আসন
প্রশ্ন - অসম থেকে কংগ্রেসের কতগুলি লোকসভা আসন রয়েছে?
উত্তর - ৩টি
প্রশ্ন - এআইউডিএফ নেতা বদরউদ্দিন আজমল কোন লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন?
উত্তর - ধুবড়ি লোকসভা কেন্দ্র
প্রশ্ন - গত লোকসভা নির্বাচনে অসম থেকে কি কোনও নির্দল প্রার্থী জিতেছিলেন?
উত্তর - হ্যাঁ, নবকুমার সারনিয়া জিতেছিলেন কোকরাঝড় কেন্দ্র থেকে।
প্রশ্ন - অসমে ২০১৯ সালের ভোটে সবথেকে বেশি ভোট পেয়েছিল কোন শিবির?
উত্তর - বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট।
প্রশ্ন - অসমে বিজেপি ছাড়া এনডিএ জোটের অপর দু'টি দল কী?
উত্তর - অসম গণ পরিষদ ও বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট
প্রশ্ন - কংগ্রেস নেতা গৌরব গগৈ কোন আসন থেকে জিতেছিলেন?
উত্তর - কালিয়াবোর
প্রশ্ন - অসমে ভোটের ব্যবধানের নিরিখে সবথেকে বড় জয় কে পেয়েছেন?
উত্তর - বিজেপির রামেশ্বর তেলি ডিব্রুগঢ় থেকে কংগ্রেসের পবন সিং ঘটোয়ারকে ৩ লাখ ৬৪ হাজার ৫৬৬ ভোটে হারিয়েছিলেন।
প্রশ্ন - ২০১৪ সালের ভোটে বিজেপি কতগুলি আসন পেয়েছিল?
উত্তর - সাতটি।