মণিপুর লোকসভা কেন্দ্রের ফলাফল

মণিপুরের পাহাড়ি এলাকায় সব মিলিয়ে ২৯টি উপজাতি বাস। তারা প্রধানত নাগা এবং কুকি উপজাতির অংশ। গুরুত্বপূর্ণ নাগা গোষ্ঠীগুলির মধ্যে রয়েছে - তাংখুল, কুবুইস, মাও, লিয়াংমেই, থাঙ্গাল এবং মোয়ন। অন্যদিকে, ইম্ফল উপত্যকায় থাকে মেইতেইরা। তাগের উপজাতি হিসেবে ধরা হয় না। বেশ কিছুদিন ধরেই মণিপুর জাতিগত হিংসায় জর্জরিত। উত্তর-পূর্বের এই রাজ্যে, বর্তমানে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার রয়েছে। এন বীরেন সিং রাজ্যের মুখ্যমন্ত্রী। এনডিএ-তে বিজেপির সঙ্গে ন্যাশনাল পিপলস পার্টি, নাগা পিপলস ফ্রন্ট এবং লোক জনশক্তি পার্টি রয়েছে।

মণিপুর লোকসভা কেন্দ্রের তালিকা

রাজ্য আসন প্রার্থী ভোট দল ফল
Manipur Inner Manipur ANGOMCHA BIMOL AKOIJAM 374017 INC Won
Manipur Outer Manipur ALFRED KANNGAM S ARTHUR 384954 INC Won

মণিপুর লোকসভা কেন্দ্র

উত্তর-পূর্ব ভারতে পাহাড় এবং হ্রদ দিয়ে ঘেরা রাজ্য মণিপুর। মণিপুর কথাটির অর্থ 'রত্নভূমি'। ১৮৯১ সাল থেকে এই অঞ্চল ব্রিটিশ রাজের অধীনে একটি প্রিন্সলি স্টেট হিসেবে ছিল। ১৯৪৭ সালে স্বাধীনতার সময় এই রাজ্য ভারতের অংশ হয়ে ওঠে। ১৯৭২ সালের ২১ জানুয়ারি, মণিপুরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। এই রাজ্যে মোট ৬টি জেলা রয়েছে - রাজধানী ইম্ফল, উখরুল, সেনাপতি, চান্দেল, তামেনলং এবং চুরাচাঁদপুর। মণিপুরে লোকসভা আসন রয়েছে ২টি - ইনার মণিপুর এবং আউটার মণিপুর।

মণিপুর রাজ্য তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। মণিপুরের আয়তন ২২,৩৫৬ বর্গকিলোমিটার। মূলত পার্বত্য রাজ্য হলেও ইম্ফল উপত্যকার মাটি অত্যন্ত পলি সমৃদ্ধ এবং একটি কৃষি এলাকা। উথ্তর পূর্বের অন্যান্য রাজ্যের মতো মণিপুরও প্রাকৃতিক সম্পদে ভরপুর। রাজ্যের মোট ভৌগলিক এলাকার প্রায় ৬৭ শতাংশই জঙ্গলে ঢাকা। এই এলাকায় অনেক বিস্ময়কর প্রাণী এবং উদ্ভিদ পাওয়া যায়। 

মণিপুরের পাহাড়ি এলাকায় সব মিলিয়ে ২৯টি উপজাতি বাস। তারা প্রধানত নাগা এবং কুকি উপজাতির অংশ। গুরুত্বপূর্ণ নাগা গোষ্ঠীগুলির মধ্যে রয়েছে - তাংখুল, কুবুইস, মাও, লিয়াংমেই, থাঙ্গাল এবং মোয়ন। অন্যদিকে, ইম্ফল উপত্যকায় থাকে মেইতেইরা। তাগের উপজাতি হিসেবে ধরা হয় না। বেশ কিছুদিন ধরেই মণিপুর জাতিগত হিংসায় জর্জরিত। উত্তর-পূর্বের এই রাজ্যে, বর্তমানে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার রয়েছে। এন বীরেন সিং রাজ্যের মুখ্যমন্ত্রী। এনডিএ-তে বিজেপির সঙ্গে ন্যাশনাল পিপলস পার্টি, নাগা পিপলস ফ্রন্ট এবং লোক জনশক্তি পার্টি রয়েছে।

প্রশ্ন- ২০১৯ লোকসভা নির্বাচনে মণিপুরে কত শতাংশ ভোট পড়েছে?
উত্তর - ৮২.৬৯ শতাংশ 

প্রশ্ন- ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মণিপুরে এনডিএ কয়টি আসন পেয়েছিল?
উত্তরঃ ১টি

প্রশ্ন- মণিপুরে কয়টি লোকসভা আসন আছে?
উত্তর - ২টি

প্রশ্ন- ২০২২ সালের বিধানসভা নির্বাচনে মণিপুরে কত শতাংশ ভোট পড়েছিল?
উত্তর - ৯০.২৮ শতাংশ

প্রশ্ন- ৬০ সদস্যের মণিপুরে বিজেপি কয়টি আসন পেয়েছে?
উত্তর - ৩২টি