মেঘালয় লোকসভা কেন্দ্রের ফলাফল

উত্তর-পূর্ব ভারতের 'সেভেন সিস্টার' অর্থাৎ সাত রাজ্যের অন্যতম হল মেঘালয়। মেঘালয়ের তিনটি ভৌগোলিক বিভাগ রয়েছে - গারো (পশ্চিম), খাসি (মধ্য) এবং জয়ন্তিয়া (পূর্ব) পার্বত্য বিভাগ। উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যগুলির মতো মেঘালয়ের উদ্ভিদ ও প্রাণীজগতও অত্যন্ত সমৃদ্ধ। বিশ্বের ১৭,০০০ প্রজাতির অর্কিডের মধ্যে, প্রায় ৩০০০টি শুধুমাত্র মেঘালয়েই পাওয়া যায়। এখানে, পিচার নামক একটি উদ্ভিদ পাওয়া যায়, যা পোকামাকড় খেয়ে থাকে। মেঘালয়ের সমাজ মাতৃতান্ত্রিক। বর্তমানে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। গত বছর বিধানসভা নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি।

মেঘালয় লোকসভা কেন্দ্রের তালিকা

রাজ্য আসন প্রার্থী ভোট দল ফল
Meghalaya Tura SALENG A SANGMA 383919 INC Won
Meghalaya Shillong DR. RICKY ANDREW J. SYNGKON 571078 VOTPP Won

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির অন্যতম মেঘালয়। এই রাজ্যের নামের মানে 'মেঘের বাড়ি'। ১৯৭০-এর ২ এপ্রিল, মেঘালয়কে স্বায়ত্তশাসন দেওয়া হয়েছিল। এর ২ বছর পর, ১৯৭২-এর ২ জানুয়ারি, একে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। আন্তর্জাতিক সীমানা থাকায় এই রাজ্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাজ্যের উত্তর ও পূর্বে রয়েছে অসম রাজ্য এবং দক্ষিণ ও পশ্চিমে বাংলাদেশ। এই রাজ্যের মোট আয়তন ২২,৪২৯ বর্গ কিলোমিটার। মেঘালয়ে দুটি লোকসভা আসন রয়েছে - শিলং এবং তুরা।

উত্তর-পূর্ব ভারতের 'সেভেন সিস্টার' অর্থাৎ সাত রাজ্যের অন্যতম হল মেঘালয়। মেঘালয়ের তিনটি ভৌগোলিক বিভাগ রয়েছে - গারো (পশ্চিম), খাসি (মধ্য) এবং জয়ন্তিয়া (পূর্ব) পার্বত্য বিভাগ। উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যগুলির মতো মেঘালয়ের উদ্ভিদ ও প্রাণীজগতও অত্যন্ত সমৃদ্ধ। বিশ্বের ১৭,০০০ প্রজাতির অর্কিডের মধ্যে, প্রায় ৩০০০টি শুধুমাত্র মেঘালয়েই পাওয়া যায়। এখানে, পিচার নামক একটি উদ্ভিদ পাওয়া যায়, যা পোকামাকড় খেয়ে থাকে। মেঘালয়ের সমাজ মাতৃতান্ত্রিক। বর্তমানে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। গত বছর বিধানসভা নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি।

প্রশ্ন- ২০১৯ লোকসভা নির্বাচনে মেঘালয়ে কত শতাংশ ভোট পড়েছিল?
উত্তর - ৭১.৪৩ শতাংশ 

প্রশ্ন- ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মেঘালয়ে কি একটিও আসনে জিতেছিল ভারতীয় জনতা পার্টি?
উত্তর - না

প্রশ্ন- মেঘালয়ে মোট কতগুলি লোকসভা আসন আছে?
উত্তর - ২

প্রশ্ন- মেঘালয়ে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস কি একটিও আসনে জিতেছিল?
উত্তর: ২টি আসনের মধ্যে একটিতে জয়ী হয়েছে। শিলং কেন্দ্র থেকে জয়ী হন ভিনসেন্ট এইচ পালা। 

প্রশ্ন- মেঘালয়ে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে কোন দল জিতেছে?
উত্তর- ন্যাশনাল পিপলস পার্টি

প্রশ্ন- কনরাড সাংমা কার পুত্র?
উত্তর: তিনি লোকসভার প্রাক্তন স্পিকার পিএ সাংমার পুত্র।