পাঞ্জাব লোকসভা কেন্দ্রের ফলাফল
পঞ্জাবের পশ্চিম দিকে রয়েছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশ। দক্ষিণ পশ্চিমে রয়েছে রাজস্থান। উত্তরে রয়েছে জম্মু ও কাশ্মীর। উত্তর-পূর্বে আছে হিমাচল প্রদেশ এবং দক্ষিণ ও দক্ষিণপূর্বে রয়েছে হরিয়ানা ও কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগঢ়। ১৯৪৭ সালের দেশভাগের সময় পঞ্জাব দু'ভাগে ভাগ করা হয় এবং একটি অংশ চলে যায় পাকিস্তানে। এরপর ১৯৬৬ সালে ভারত সরকারও প্রশাসনিক কাজকর্মের সুবিধার জন্য পঞ্জাব রাজ্যকে ভাগ করে হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক রাজ্য গঠন করে। পঞ্জাবে সংখ্যাগরিষ্ঠ মানুষই শিখ সম্প্রদায়ের। ফারসি ভাষায় পঞ্জাব শব্দের অর্থ, পাঁচ নদী বিশিষ্ট অঞ্চল।
পাঞ্জাব লোকসভা কেন্দ্রের তালিকা
রাজ্য | আসন | প্রার্থী | ভোট | দল | ফল |
---|---|---|---|---|---|
Punjab | Firozpur | SHER SINGH GHUBAYA | 266626 | INC | Won |
Punjab | Jalandhar | CHARANJIT SINGH CHANNI | 390053 | INC | Won |
Punjab | Fatehgarh Sahib | AMAR SINGH | 332591 | INC | Won |
Punjab | Sangrur | GURMEET SINGH MEET HAYER | 364085 | AAP | Won |
Punjab | Ludhiana | AMRINDER SINGH RAJA WARRING | 322224 | INC | Won |
Punjab | Faridkot | SARABJEET SINGH KHALSA | 298062 | IND | Won |
Punjab | Hoshiarpur | DR RAJ KUMAR CHABBEWAL | 303859 | AAP | Won |
Punjab | Patiala | DHARAMVIR GANDHI | 305616 | INC | Won |
Punjab | Bathinda | HARSIMRAT KAUR BADAL | 376558 | SAD | Won |
Punjab | Gurdaspur | SUKHJINDER SINGH RANDHAWA | 364043 | INC | Won |
Punjab | Khadoor Sahib | AMRITPAL SINGH | 404430 | IND | Won |
Punjab | Amritsar | GURJEET SINGH AUJLA | 255181 | INC | Won |
Punjab | Anandpur Sahib | MALWINDER SINGH KANG | 313217 | AAP | Won |
ভারতের সমৃদ্ধ রাজ্যগুলির মধ্যে পঞ্জাবকে ধরা হয়। দেশের উত্তর-পশ্চিম ভাগে অবস্থিত এই রাজ্য। পঞ্জাব নামটি এসেছে দুটি শব্দ থেকে - পুঞ্জ (পাঁচ) ও আব (জল)। যার মানে, পাঁচ নদীর ভূমি। পঞ্জাবের এই পাঁচ নদী হল ঝিলাম, শতদ্রু (সুতলেজ), বিপাশা (বিয়াস), রাভি ও চেনাব। যদিও বর্তমানে পঞ্জাবের উপর দিয়ে শতদ্রু, রাভি ও বিয়াস নদীই প্রবাহিত হয়। অপর দুই নদী বর্তমানে পাকিস্তানে পঞ্জাব প্রদেশের মধ্যে পড়ে। পঞ্জাবের মোট তিনটি অঞ্চলে বিভক্ত - মাঝা, দোয়াবা, ও মালওয়া।
পঞ্জাবের অর্থনীতির একটি অন্যতম বড় ভিত্তি হল কৃষি। পাশাপাশি বিভিন্ন পণ্য উৎপাদনের জন্যও নিজের নাম করে নিয়েছে পঞ্জাব। যার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য হল টেক্সটাইল, খেলাধুলোর সরঞ্জাম, বৈদ্যুতিন সরঞ্জাম-সহ আরও অনেক কিছু। পঞ্জাবের মোট আয়তন ৫০,৩৬২ বর্গ কিলোমিটার। এই রাজ্যের মধ্যে মোট ২৩টি জেলা রয়েছে। গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে অন্যতম হল অমৃতসর, লুধিয়ানা, পাতিয়ালা, জলন্ধর ইত্যাদি। জালিয়ানওয়ালাবাগ ও অমৃতসরের স্বর্ণ মন্দিরের জন্যও পঞ্জাবের পরিচিতি রয়েছে গোটা দেশ তথা বিশ্বে। পঞ্জাবে মোট ১৩টি লোকসভা কেন্দ্র রয়েছে। বর্তমানে এখানে রয়েছে আম আদমি পার্টির সরকার।
পঞ্জাব হল দেশের অন্যতম সমৃদ্ধ একটি রাজ্য এবং কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উত্তর-পশ্চিম ভাগে রয়েছে পঞ্জাব। দেশভাগের পর অবিভক্ত পঞ্জাবের একটি অংশ থাকে ভারতের মধ্য়ে। অপর অংশটি যুক্ত হয়ে যায় পাকিস্তানের সঙ্গে। এছাড়া হরিয়ানা ও হিমাচল প্রদেশ রাজ্যগুলিও এককালে পঞ্জাবের সঙ্গেই ধরা হত। অমৃতসর, জলন্ধর, পাতিয়ালা, লুধিয়ানা, বাতিন্ডার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর রয়েছে পঞ্জাবে। পঞ্জাবের অমৃতসর শহরটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৫৭০-এর দশকে শিখ গুরু রামদাসের হাতে। এখানেই রয়েছে সবথেকে পবিত্র গুরুদ্বার হরমিন্দর সাহিব। অমৃতসরে রয়েছে বিখ্যাত দুর্গিয়ানা মন্দিরও।
পঞ্জাবের পশ্চিম দিকে রয়েছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশ। দক্ষিণ পশ্চিমে রয়েছে রাজস্থান। উত্তরে রয়েছে জম্মু ও কাশ্মীর। উত্তর-পূর্বে আছে হিমাচল প্রদেশ এবং দক্ষিণ ও দক্ষিণপূর্বে রয়েছে হরিয়ানা ও কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগঢ়। ১৯৪৭ সালের দেশভাগের সময় পঞ্জাব দু'ভাগে ভাগ করা হয় এবং একটি অংশ চলে যায় পাকিস্তানে। এরপর ১৯৬৬ সালে ভারত সরকারও প্রশাসনিক কাজকর্মের সুবিধার জন্য পঞ্জাব রাজ্যকে ভাগ করে হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক রাজ্য গঠন করে। পঞ্জাবে সংখ্যাগরিষ্ঠ মানুষই শিখ সম্প্রদায়ের। ফারসি ভাষায় পঞ্জাব শব্দের অর্থ, পাঁচ নদী বিশিষ্ট অঞ্চল।
বর্তমানে পঞ্জাবে রয়েছে আম আদমি পার্টির সরকার এবং এখানকার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন ভগবন্ত মান। এই প্রথমবার পঞ্জাবে আম আদমি পার্টি সরকার গড়েছে। এবারের লোকসভা ভোটে আম আদমি পার্টি পঞ্জাব থেকে এককভাবে লড়ছে। বিজেপি এবং অকালি দলের মধ্যেও এবার জোট হয়নি।
প্রশ্ন-পঞ্জাবে মোট কতগুলি লোকসভা আসন রয়েছে?
উত্তর- ১৩টি
প্রশ্ন- ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পঞ্জাবে কত শতাংশ ভোট পড়েছে?
উত্তর- ৬৫.৯৪%
প্রশ্ন- ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আম আদমি পার্টি কতগুলি আসনে জিতেছিল?
উত্তর- মাত্র একটি আসনে
প্রশ্ন- বলিউড তারকা সানি দেওল ২০১৯ সালের লোকসভা ভোটে কোথা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন?
উত্তর- গুরুদাসপুর লোকসভা কেন্দ্র থেকে
প্রশ্ন- কংগ্রেসে মণীশ তিওয়ারি কোথা থেকে জিতেছিলেন?
উত্তর- আনন্দপুর সাহিব থেকে
প্রশ্ন- পঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ২০১৯ সালের ভোট কোন আসন থেকে ভোটে লড়েছিলেন?
উত্তর- সাঙ্গরুর আসন থেকে
প্রশ্ন- পঞ্জাবের ১৩টি লোকসভা কেন্দ্রের মধ্যে কতগুলি আসন তফসিলি জাতির জন্য সংরক্ষিত?
উত্তর- চারটি আসন
প্রশ্ন - গুরুদাসপুর আসন ছাড়া অপর কোন জায়গা থেকে গত লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল?
উত্তর- হোশিয়ারপুর লোকসভা কেন্দ্র থেকে
প্রশ্ন- শিরোমণি অকালি দল গত লোকসভা ভোটে কতগুলি আসন জিতেছিল?
উত্তর- ২টি আসন
প্রশ্ন- কোন দুই বড় দল ২০১৯ সালে পঞ্জাবের ১৩টি আসনেই প্রার্থী দিয়েছিল?
উত্তর- কংগ্রেস এবং আম আদমি পার্টি
প্রশ্ন- পঞ্জাবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস কত শতাংশ ভোট পেয়েছিল?
উত্তর- ৪০.১২%