রাজস্থান লোকসভা কেন্দ্রের ফলাফল
উত্তর-পশ্চিম ভারতের এই রাজ্যটির আয়তন ৩,৪২,২৩৯ বর্গ কিলোমিটার। যা গোটা দেশের মোট আয়তনের ১০.৪ শতাংশ। আয়তনের দিক থেকে রাজস্থান হল দেশের সর্ববৃহৎ রাজ্য এবং জনসংখ্যার নিরিখে দেশের সপ্তম বড় রাজ্য। ১৯৪৯ সালের ৩০ মার্চ রাজস্থান রাজ্যটি গঠিত হয়েছিল। এবারের বিধানসভা ভোটে জিতে পাঁচ বছর পর বিজেপি আবার ক্ষমতায় ফিরেছে রাজস্থানে, তবে লোকসভা নির্বাচনের নিরিখে রাজস্থানে বিজেপির পারফর্ম্যান্স বরাবরই ভাল। অন্যদিকে বিধানসভা ভোটে জোর ধাক্কা খাওয়া কংগ্রেস এবার লোকসভা ভোটে নিজেদের পারফর্ম্যান্স কিছুটা ভাল করার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রাজস্থান লোকসভা কেন্দ্রের তালিকা
রাজ্য | আসন | প্রার্থী | ভোট | দল | ফল |
---|---|---|---|---|---|
Rajasthan | Jalore | LUMBARAM | 796783 | BJP | Won |
Rajasthan | Ajmer | BHAGIRATH CHOUDHARY | 747462 | BJP | Won |
Rajasthan | Kota | OM BIRLA | 750496 | BJP | Won |
Rajasthan | Karauli-Dholpur | BHAJAN LAL JATAV | 530011 | INC | Won |
Rajasthan | Pali | P P CHAUDHARY | 757389 | BJP | Won |
Rajasthan | Bhilwara | DAMODAR AGARWAL | 807640 | BJP | Won |
Rajasthan | Dausa | MURARI LAL MEENA | 646266 | INC | Won |
Rajasthan | Udaipur | MANNA LAL RAWAT | 738286 | BJP | Won |
Rajasthan | Jaipur Rural | RAO RAJENDRA SINGH | 617877 | BJP | Won |
Rajasthan | Nagaur | HANUMAN BENIWAL | 596955 | RLP | Won |
Rajasthan | Bharatpur | SANJNA JATAV | 579890 | INC | Won |
Rajasthan | Barmer | UMMEDA RAM BENIWAL | 704676 | INC | Won |
Rajasthan | Jhunjhunu | BRIJENDRA SINGH OLA | 553168 | INC | Won |
Rajasthan | Jhalawar-Baran | DUSHYANT SINGH | 865376 | BJP | Won |
Rajasthan | Tonk-Sawai Madhopur | HARISH CHANDRA MEENA | 623763 | INC | Won |
Rajasthan | Jodhpur | GAJENDRA SHEKHAWAT | 730056 | BJP | Won |
Rajasthan | Churu | RAHUL KASWAN | 728211 | INC | Won |
Rajasthan | Ganganagar | KULDEEP INDORA | 726492 | INC | Won |
Rajasthan | Bikaner | ARJUN RAM MEGHWAL | 566737 | BJP | Won |
Rajasthan | Jaipur | MANJU SHARMA | 886850 | BJP | Won |
Rajasthan | Chittorgarh | CHANDRA PRAKASH JOSHI | 888202 | BJP | Won |
Rajasthan | Alwar | BHUPENDRA YADAV | 631992 | BJP | Won |
Rajasthan | Rajsamand | MAHIMA KUMARI MEWAR | 781203 | BJP | Won |
Rajasthan | Sikar | AMRARAM | 659300 | CPM | Won |
Rajasthan | Banswara | RAJ KUMAR ROAT | 820831 | BADVP | Won |
দিগন্ত বিস্তৃত মরুভূমি, একের পর এক দুর্গ, স্থানীয় লোক সংস্কৃতি এবং এক মন জুড়িয়ে দেওয়া পরিবেশের জন্য বিখ্যাত রাজস্থান। আয়তনের দিক থেকে এটি দেশের বৃহত্তম রাজ্য। স্বাধীনতার আগে এই জায়গাটিকে বলা হত রাজপুতানা। রাজপুতরা দীর্ঘ কয়েক শতাব্দী ধরে এই এলাকায় শাসন করেছেন। এই রাজস্থানের সঙ্গে জড়িয়ে রয়েছে এক অতি সুপ্রাচীন ইতিহাস। অনেকে তো মনে করেন প্রাগৈতিহাসিক যুগের সঙ্গেও যোগ রয়েছে রাজস্থানের অতীতের। ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের জন্য কৌশলগত দিক থেকেও রাজস্থানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। কারণ রাজস্থানের সঙ্গে রয়েছে পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত।
রাজস্থানের পুরো পশ্চিম দিকটা জুড়ে রয়েছে পাকিস্তানের সীমান্ত। উত্তর-পূর্ব দিকে রয়েছে পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ ও মধ্য প্রদেশ। দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম দিকে রয়েছে গুজরাট। রাজস্থানে কয়েকটি গুরুত্বপূর্ণ ও বড় শহরের মধ্যে রয়েছে এ রাজ্যের রাজধানী শহর জয়পুর, আলওয়ার, জয়সলমের, ভরতপুর, যোধপুর, উদয়পুর, চিতোরগঢ় ইত্যাদি। রাজস্থানে মোট ২৫টি লোকসভা আসন রয়েছে। এর মধ্যে ২০১৯ সালের ভোটে বিজেপি একাই জিতেছিল ২৪টি আসনে। এ রাজ্য থেকে কংগ্রেস কোনও খাতাই খুলতে পারেনি গত লোকসভা ভোটে।
বর্তমানে রাজস্থানের কুর্সিতে রয়েছে বিজেপি। গত বছরের ডিসেম্বরেই বিধানসভা ভোটে এ রাজ্যে বড় জয় পায় বিজেপি। কিন্তু তারপরও নতুন মুখ্যমন্ত্রীর মুখ বেছে নিতে বেশ কিছুটা সময় নিয়েছিল বিজেপি। বেশ কয়েক দফা আলোচনা চলে দলের অন্দরে। শেষে ভজনলাল শর্মাকে রাজস্থানের নবগঠিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়। রাজস্থান বিধানসভায় মোট ২০০টি আসন রয়েছে। কয়েক মাস আগেই হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে তার মধ্যে বিজেপি একাই পেয়েছিল ১১৫টি আসন। আর কংগ্রেসের আসন সংখ্যা থমকে যায় ৭০-এ। এছাড়া ৮ নির্দল প্রার্থীও জয়ী হয়েছিলেন বিধানসভা ভোটে।
উত্তর-পশ্চিম ভারতের এই রাজ্যটির আয়তন ৩,৪২,২৩৯ বর্গ কিলোমিটার। যা গোটা দেশের মোট আয়তনের ১০.৪ শতাংশ। আয়তনের দিক থেকে রাজস্থান হল দেশের সর্ববৃহৎ রাজ্য এবং জনসংখ্যার নিরিখে দেশের সপ্তম বড় রাজ্য। ১৯৪৯ সালের ৩০ মার্চ রাজস্থান রাজ্যটি গঠিত হয়েছিল। এবারের বিধানসভা ভোটে জিতে পাঁচ বছর পর বিজেপি আবার ক্ষমতায় ফিরেছে রাজস্থানে, তবে লোকসভা নির্বাচনের নিরিখে রাজস্থানে বিজেপির পারফর্ম্যান্স বরাবরই ভাল। অন্যদিকে বিধানসভা ভোটে জোর ধাক্কা খাওয়া কংগ্রেস এবার লোকসভা ভোটে নিজেদের পারফর্ম্যান্স কিছুটা ভাল করার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রশ্ন- ২০১৯ সালের লোকসভা ভোটে রাজস্থান থেকে বিজেপি কত শতাংশ ভোট পেয়েছিল?
উত্তর- ৫৯.০৭%
প্রশ্ন- ২০১৯ সালের ভোটে রাজস্থান থেকে কোন আসনে সবথেকে বড় মার্জিনে জিতেছিল বিজেপি?
উত্তর - চিতোরগড় লোকসভা কেন্দ্র (মার্জিন ছিল ৫,৭৬,২৪৭)
প্রশ্ন- রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি গত লোকসভা নির্বাচনে রাজস্থান থেক কতগুলি আসন জিতেছিল?
উত্তর- একটি আসন (নাগৌর)
প্রশ্ন- তৎকালীন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভব গেহলট গত লোকসভা ভোটে কোথা থেকে হেরেছিলেন?
উত্তর- যোধপুর লোকসভা কেন্দ্র
প্রশ্ন- লোকসভার স্পিকার ওম বিড়লা কোন আসন থেকে জিতে সাংসদ হয়েছেন?
উত্তর- কোটা লোকসভা কেন্দ্র
প্রশ্ন- ২০১৯ সালের ভোটে রাজস্থান থেকে বিজেপি কতগুলি আসন জিতেছিল?
উত্তর- ২৫টির মধ্যে ২৪টি আসনে জিতেছিল
প্রশ্ন- ২০১৪ সালের লোকসভা ভোটে রাজস্থান থেকে বিজেপি কতগুলি আসন পেয়েছিল?
উত্তর- ২৫টির মধ্যে ২৫টি আসনই
প্রশ্ন- ২০১৯ সালের লোকসভা ভোটে রাজস্থান থেকে কংগ্রেস কত শতাংশ ভোট পেয়েছিল?
উত্তর- ৩৪.২৪%
প্রশ্ন- রাজস্থানে কতগুলি লোকসভা আসন তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত?
উত্তর- সাতটি আসন
প্রশ্ন- রাজস্থানে সাতটি সংরক্ষিত আসনের মধ্যে তফসিলি উপজাতিদের জন্য কতগুলি সংরক্ষিত?
উত্তর- সাতটির মধ্যে তিনটি আসন
প্রশ্ন- ২০১৯ সালের লোকসভা ভোটে রাজ্যবর্ধন সিং রাঠোর কোথা থেকে জিতেছিলেন?
উত্তর - জয়পুর (গ্রামীণ) লোকসভা কেন্দ্র থেকে
প্রশ্ন - রাজস্থানে ২০১৯ সালের লোকসভা ভোটে মোট কত শতাংশ ভোট পড়েছিল?
উত্তর- ৬৬.৩৪%