Madhya Pradesh: গোলওয়ালকরের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য, ভোটমুখী মধ্য প্রদেশে মামলা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে
Digvijay Singh's tweet on Golwalkar: মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের অভিযোগ, কংগ্রেস নেতারা সোশ্যাল মিডিয়ায় 'ভুল তথ্য' এবং 'মিথ্যা' পোস্ট ছড়িয়ে দিয়ে সামাজিক বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করছেন। তাঁর দাবি, সামাজিক পার্থক্য দূর করতে এবং সমাজে সম্প্রীতি গড়ে তুলতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন আরএসএস-এর প্রাক্তন প্রধান।
ইন্দোর: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস-এর প্রাক্তন প্রধান এমএস গোলওয়ালকরের বিষয়ে এক টুইট করে, ভোটমুখী মধ্য প্রদেশের তীব্র বিতর্কের জন্ম দিলেন বিশিষ্ট কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। ওই টুইটের জেরে ইন্দোর পুলিশ তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের অভিযোগ, কংগ্রেস নেতারা সোশ্যাল মিডিয়ায় ‘ভুল তথ্য’ এবং ‘মিথ্যা’ পোস্ট ছড়িয়ে দিয়ে সামাজিক বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করছেন। তাঁর দাবি, সামাজিক পার্থক্য দূর করতে এবং সমাজে সম্প্রীতি গড়ে তুলতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন আরএসএস-এর প্রাক্তন প্রধান। কংগ্রেস অবশ্য দিব্দিজয় সিং-এর পক্ষেই রয়েছে। রাজ্য কংগ্রেসের পক্ষ থেরে জানানো হয়েছে, দিগ্বিজয় সিং একটি ইংরাজি বই থেকে বিতর্কিত তথ্যগুলি ভাগ করে নিয়েছেন। অভিযোগ করা হয়েছে, কংগ্রেসের কণ্ঠস্বর দমিয়ে দিতে চাইছে বিজেপি।
১৯৪০ থেকে ১৯৭২ – আরএসএস-এর প্রধান পদে সবথেকে বেশি সময় ছিলেন এমএস গোলওয়ালকর। শনিবার দিগ্বিজয় সিং, তাঁর সম্পর্কে লেখা একটি বইয়ের পৃষ্ঠার ছবি টুইট করেছিলেন। সেই পৃষ্ঠায় আরএসএস-এর প্রাক্তন প্রধানকে ঠুকে বেশ কয়েকটি বিতর্কিত মন্তব্য ছিল। এরপরই, তীব্র প্রতিক্রিয়া আসে আরএসএস এবং বিজেপি শিবির থেকে। আরএসএস-এর প্রচার বিভাগের প্রধান সুনীল আম্বেকরের অভিযোগ, দিগ্বিজয় সিং-এর পোস্ট করা ছবিটি ‘ফটোশপের কারিকুরিতে বানানো’ এবং সামাজিক বৈষম্য সৃষ্টির উদ্দেশ্যে এটা করা হয়েছে। কংগ্রেস নেতার বিরুদ্ধে ধর্ম, জাতি, জন্মস্থানের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আইনজীবী তথা আরএসএস কর্মী রাজেশ জোশী।
ইন্দোরের পুলিশ কমিশনার মকরন্দ দেউস্কার জানিয়েছেন, রাজেশ জোশী অভিযোগের ভিত্তিতে দিগ্বিজয় সিং-এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তের পর এই বিষয়ে আরও পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি। রাজেশ জোশী আরও অভিযোগ করেছেন, দিগ্বিজয় সিং সংঘ কর্মীদের এবং হিন্দু সম্প্রদায়ের মানুষদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছেন। শনিবার রাতে এই বিষয়ে এক টুইট পোস্টে শিবরাজ সিং চৌহান বলেছেন, “সত্যিটা না জেনে ভুল তথ্য এবং ঘৃণা ছড়ানো কংগ্রেস নেতাদের অভ্যাস। শ্রদ্ধেয় শ্রী গোলওয়ালকর গুরুজি সামাজিক বৈষম্য দূর করতে এবং সৌহার্দ্যপূর্ণ এক সমাজ গড়তে সারা জীবন উৎসর্গ করেছিলেন। গুরুজি সম্পর্কে এই ধরনের মিথ্যা প্রচার আসলে কংগ্রেস নেতাদের হতাশার বহিপ্রকাশ। গুরুজির একটি মিথ্যা ছবি দিয়ে সামাজিক বিদ্বেষ সৃষ্টির এই চেষ্টা নিন্দনীয়।”
মধ্য প্রদেশ কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান কেকে মিশ্রের দাবি, দিগ্বিজয় সিং একটি ইংরেজি বইয়ের পৃষ্ঠার ছবি শেয়ার করেছেন। তিনি আরও জানিয়েছেন, সমস্ত তথ্য যাচাই করেই তা সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন মদ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কাজেই এই মামলাটি আদালতে টিকবে না। তিনি আরও বলেন, “বিজেপি, কংগ্রেসের কণ্ঠ রুদ্ধ করতে পারবে না।” কেকে মিশ্রর আরও অভিযোগ, রাজ্য পুলিশ শুধুমাত্র বিজেপি এবং আরএসএস-এর অভিযোগের ভিত্তিতে কাজ করে। রাজ্য বিজেপির এক মুখপাত্র গরুর মাংস নিয়ে ভুয়ো ভিডিয়ো শেয়ার করেছিলেন। সেই বিষয়ে তিনি পুলিশে অভিযোগ জানিয়েছিলেন। সব প্রমাণ হাতে থাকা সত্ত্বেও, চার মাস কেটে যাওয়ার পর পুলিশ এই বিষয়ে কোনও ব্যবস্থা নেয়নি।