Madhya Pradesh: মধ্য প্রদেশে কত আসন পাবে কংগ্রেস? ভোটের সাড়ে চার মাস আগেই বলে দিলেন রাহুল
Madhya Pradesh Election 2023 Congress: নয়া দিল্লিতে এআইসিসি সদর দফতরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গকে সঙ্গে নিয়ে, দলের মধ্য প্রদেশের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে দলের নির্বাচনী প্রস্তুতির বিষয়ে একটি বৈঠক করেন রাহুল গান্ধী।
নয়া দিল্লি: কর্নাটক বিধানসভা নির্বাচন এখন অতীত। আসছে মধ্য প্রদেশের পালা। তার আগে, সোমবার মধ্যপ্রদেশও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গলায়। তাঁর দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর দল ১৫০টি আসন পাবে। এদিন নয়াদিল্লিতে এআইসিসি সদর দফতরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গকে সঙ্গে নিয়ে, দলের মধ্য প্রদেশের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে দলের নির্বাচনী প্রস্তুতির বিষয়ে একটি বৈঠক করেন রাহুল। তারপরই তিনি জানান, কর্নাটকে জয়ী হওয়ার পর মধ্যপ্রদেশেও তাঁর কংগ্রেসের জয়ের ধারা অব্যাহত থাকবে।
সূত্রের খবর, এদিনের বৈঠকে মধ্যপ্রদেশের সব নেতারা একযোগে দলের মধ্যে ঐক্যের উপর জোর দেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মধ্য প্রদেশ কংগ্রেসের প্রধান কমল নাথ, এআইসিসি ইনচার্জ পি আগরওয়াল-সহ বেশ কয়েকজন নেতা দলের অন্তর্দ্বন্দ নিয়ে অসন্তোষও প্রকাশ করেন। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেন, “আমাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। আমাদের অভ্যন্তরীণ মূল্যায়ন অনুযায়ী, আমরা কর্নাটকে ১৩৬ আসন পেয়েছি, মধ্যপ্রদেশে ১৫০ আসন পাব। মধ্যপ্রদেশে, কর্নাটকের পুনরাবৃত্তি হতে যাচ্ছে।”
मध्यप्रदेश में कांग्रेस कर्नाटक से भी बड़ी जीत दर्ज करेगी। हम 150 से अधिक सीटें जीतकर सरकार बनायेंगे। — राहुल गांधी pic.twitter.com/sgBkPT5Tdz
— MP Congress (@INCMP) May 29, 2023
২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় ১৫০ আসন পাওয়ার অর্থ সহজেই সরকার গঠন করা। তবে, সেই সরকারের মুখ কি কমল নাথ হবেন? রাহুল এই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন। মধ্য প্রদেশের এআইসিসি ইনচার্জ পি আগরওয়াল বলেছেন রাজ্যের সব নেতা আসন্ন বিধানসভা নির্বাচনের বিষয়ে তাঁদের নিজ নিজ মতামত জানিয়েছেন। তিনি বলেন, “সকলেই বুঝেছেন, সব নেতাকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তাহলেই দল জয়ী হবে। ” কমল নাথ বলেন, “নির্বাচনে লড়ার কৌশল এবং কী কী বিষয়কে সামনে রেখে দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তা নিয়ে আলোচনা করেছি। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভোট ময়দানে নামব বলে সকলেই একমত হয়েছেন।”
কর্নাটক নির্বাচনে কংগ্রেসের পক্ষ থেকে মহিলাদের বিনামূল্যে বাসযাত্রা, ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের মতো ৫টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই রকম প্রতিশ্রুতি মধ্য প্রদেশেও দেওয়া হতে পারে। এই বিষয়ে কমল নাথ তাঁর সময়ে চালু হওয়া ‘মহিলা সম্মান যোজনা’র কথা জানিয়ে বলেছেন, “আমরা কিছু করেছি এবং কিছু ভবিষ্যতে ঘোষণা করা হবে।” মধ্য প্রদেশ নির্বাচনের আগে পাঁচ মাসও বাকি নেই। ২০১৮ সালের নির্বাচনে কমল নাথের নেতৃত্বাধীন কংগ্রেস ১১৪ আসনে জয়ী হয়েছিল। বিজেপি জিতেছিল ১০৯ আসনে। তবে এক বছর যেতে না যেতেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া-সহ ২১ জন কংগ্রেস বিধায়ক ইস্তফা দিয়েছিলেন। ২০২০ সালের উপনির্বাচনে এই ২১টি সহ মোট ২৮টি আসনের মধ্যে বিজেপি ১৮টিতে জিতেছিল। কংগ্রেস জিতেছিল মাত্র ৯টি। ফলে পড়ে গিয়েছিল কমল নাথ সরকার।