Panchayat Election 2023: রানিনগরে ভোট হিংসার বলি আরও এক, তৃণমূল কর্মীকে খুনে অভিযুক্ত কংগ্রেস
TMC Worker: রবিবার সকালে কংগ্রেসের অবরোধের জেরে ৩৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল আটকে যায়। সেই অবরোধে সিজারুলের অ্যাম্বুলেন্সও আটকে যায়। ফের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এনে তাঁকে ভর্তি করা হয়। তারপর এদিন রাতে তার মৃত্যু হয়।
রানিনগর: ভোট সন্ত্রাসের বলি হল আরও ১। এবারও মৃত্যু হয়েছে এক তৃণমূল (TMC) কর্মীর। এবার ঘটনাস্থল মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগরের কাতলামারী এলাকা। যদিও শনিবার ভোট দিয়ে ফেরার পথেই আক্রান্ত হয়েছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলছে মৃতের পরিবার।
পুলিশ জানায়, মৃতের নাম সিজারুল শেখ (৩৫)। রানিনগরের কাতলামারী হারুমণ্ডলের পাড়ার বাসিন্দা সিজারুল তৃণমূল কর্মী হিসাবেই পরিচিত ছিলেন। শনিবার সকালে ভোট দিয়ে বাড়ি ফেরার দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হয়েছিলেন। রবিবার রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকাকালীন তাঁর মৃত্যু হয়। মৃতের পরিবার কংগ্রেসের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে সিজারুল একাকী ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় বাম-কংগ্রেসের কর্মীরা মিলিতভাবে তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, লাঠি ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় সিজারুলকে। তারপর গুরুতর জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। রবিবার সকালে কংগ্রেসের অবরোধের জেরে ৩৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল আটকে যায়। সেই অবরোধে সিজারুলের অ্যাম্বুলেন্সও আটকে যায়। ফের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এনে তাঁকে ভর্তি করা হয়। তারপর এদিন রাতে তার মৃত্যু হয়।
ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়ে সিজারুলের ভাই এসারুদ্দিন শেখ বলেন, ভোট দিয়ে ফেরার সময় কংগ্রেসের দুষ্কৃতীরা আমার ভাইয়ের উপর চড়াও হয়। আজও কলকাতায় নিয়ে যাওয়ার সময় কংগ্রেসের অবরোধে আমাদের অ্যাম্বুলেন্স আটকে যায় তারপর আবার মেডিক্যালে ভর্তি করি। কিন্তু শেষ রক্ষা হল না।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল অমিত দা বলেন, “শরীরের একাধিক জায়গায় আঘাত নিয়ে যুবক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদিন রাতে তাঁর মৃত্যু হয়েছে। সোমবার দেহের ময়নাতদন্ত করা হবে।”