Panchayat Election 2023 Counting date: রাজ্যের মোট কত কেন্দ্রে গণনা হবে? কতজন প্রার্থীর হবে ভাগ্য নির্ণয়, জানুন বিস্তারিত

Vote Counting: ১১ জুন, মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। প্রথমে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি এবং পরিশেষে জেলা পরিষদের আসনে ভোট গণনা হবে। স্বাভাবিকভাবেই ভোট গণনা সম্পন্ন হতে রাত হয়ে যাবে।

Panchayat Election 2023 Counting date: রাজ্যের মোট কত কেন্দ্রে গণনা হবে? কতজন প্রার্থীর হবে ভাগ্য নির্ণয়, জানুন বিস্তারিত
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 10, 2023 | 2:59 PM

কলকাতা: দীর্ঘ টালবাহানার পর অবশেষে সম্পন্ন হয়েছে বাংলার ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট (Panchayat Election)। ৬০ হাজারের বেশি বুথে প্রায় ৭৪ হাজার আসনে ভোটগ্রহণ হয়েছে। যদিও আগাম সতর্কতা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেও ভোটে অশান্তি ঠেকানো যায়নি। ভোটকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার খবর উঠে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সদস্য-প্রার্থী থেকে শুরু করে ভোটার এবং ভোটকর্মীও অশান্তির হাত থেকে রেহাই পায়নি। কেবল ভোটের দিন হিংসায় বলি হয়েছেন ২০ জন। অশান্তি ও ছাপ্পা ভোটের অভিযোগে অনেক বুথে পুনর্নির্বাচনও হচ্ছে সোমবার। তবে সমস্ত কেন্দ্রেরই একসঙ্গে ফল প্রকাশ হবে ১১ জুন, মঙ্গলবার। সকাল ৮টা থেকে ভোট গণনা (Vote Counting) শুরু হবে। প্রথমে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি এবং পরিশেষে জেলা পরিষদের আসনে ভোট গণনা হবে। স্বাভাবিকভাবেই ভোট গণনা সম্পন্ন হতে রাত হয়ে যাবে।

মোট কয়টি কেন্দ্রে ভোট গণনা হবে?

নির্বাচন কমিশন সূত্রে খবর, ২২টি জেলার মোট ৩৩৯টি কেন্দ্রে ভোট গণনা হবে। মঙ্গলবার সকাল ৮টা থেকেই প্রতি কেন্দ্রে ভোট গণনা শুরু হবে।

কেন্দ্রীয় বাহিনী

ভোটগ্রহণের মতো ভোট গণনাও হবে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে। অশান্তি এড়াতেই এই ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি গণনাকেন্দ্রে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।

জেলা পরিষদের মোট আসন সংখ্যা

জেলা পরিষদের মোট ৯২৮টি আসনে ভোট হয়েছে।

পঞ্চায়েত সমিতির মোট আসন

রাজ্যের মোট ৩৪১টি পঞ্চায়েত সমিতির ৯হাজার ৭৩০টি আসনে ভোট হয়েছে।

গ্রাম পঞ্চায়েতের মোট আসন

রাজ্যের মোট ৩,৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২৮৩টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে।