Ameesha Patel: হৃতিককে কেউ বিশ্বাসই করতে পারেনি: আমিশা প্যাটেল
Ameesha Patel: ২০০০ সাল। একটি ছবি একাই যেন মাতিয়ে রেখেছিল বলিপাড়াকে। ছবির নাম 'কহো না প্যায়ার হ্যায়'। ওই ছবির মধ্যে দিয়েই ডেবিউ করেছিলেন হৃতিক রোশন ও আমিশা প্যাটেল।
২০০০ সাল। একটি ছবি একাই যেন মাতিয়ে রেখেছিল বলিপাড়াকে। ছবির নাম ‘কহো না প্যায়ার হ্যায়’। ওই ছবির মধ্যে দিয়েই ডেবিউ করেছিলেন হৃতিক রোশন ও আমিশা প্যাটেল। ছবিটি ওই বছরের অন্যতম ব্লকবাস্টার হয়েছিল। ২৩ বছর পর সেই ছবি নিয়েই আমিশা মুখ খুলেছেন। জানিয়েছেন, ছবি মুক্তি পাওয়ার আগে হৃতিকের উপর কেউ বিশ্বাসই রাখতে পারেননি।
আমিশা জানান, যে সময় তাঁদের ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ওই একই সময়ে বলিউডে লঞ্চ হচ্ছিল দুই স্টারকিডের। তাঁরা হলেন অমিতাভ পুত্র অভিষেক বচ্চন ও কাপুর পরিবারের করিনা কাপুর। অন্যদিকে আমিশা ছিলেন নন-ফিল্মি পরিবারের। হৃতিক স্টারকিড হলেও অভিষেক-করিনার কাছে তাঁর লিনিয়েজ খুব একটা আমল পায়নি। আমিশার কথায়, “সবাই রাকেশ রোশনকে ছবি মুক্তির তারিখ বদল করতে বলে। কারণ আগে ও পরে শাহরুখ খান ও আমির খান দু’টি ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। ছবি দু’টি হল ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্থানি’ ও ‘মেলা’। ওরা বলেছিল, “এই দুই অনামীকে ছবির ঝড়ের মাঝে সামনে এনে কেন সর্বনাশ করতে চাইছ?’ কিন্তু রাকেশ আঙ্কল নিজের সিদ্ধান্তে ছিলেন অটল। তিনি জানিয়ে দিয়েছিলেন, যাই হয়ে যাক না কেন, ছবি মুক্তি কিছুতেই পিছবেন না তিনি।”
আমিশা যোগ করেন, “রাকেশ রোশনের মতো একজন পরিচালক যখন তাঁর ছেলের কেরিয়ারকে তুরুপের তাস করে আমার উপর বিশ্বাস রেখেছিলেন সেখানেই আমার আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছিল।” ছবিটি মুক্তি পাওয়ার পর আক্ষরিক অর্থেই ঝড় উঠেছিল ছবিটিকে ঘিরে। এতটাই হিট হয়েছিল যে ২৩ বছর পার হয়ে গেলেও ওই ছবিকে ঘিরে আজও চর্চা অক্ষত।