Amitabh On Chandrayaan-3: ‘আমাদের শৈশবের গল্পের চাঁদ এবার নাগালে’, চন্দ্রযান-৩-কে শুভেচ্ছা অমিতাভের
Amitabh Bachchan": চন্দ্রযান-৩-র সাফল্যের জন্য দিকে দিকে চর্চা তুঙ্গে, প্রার্থনা, শুভেচ্ছাবার্তার বন্যা বইছে সর্বত্র। তালিকা থেকে বাদ পড়ছেন না সেলেবরাও। আর তাই আবেগে ভাসলেন বলিউড বিগ বি।
গোটা বিশ্বের চোখ এখন ইসরো ( ISRO)-র সাইটে। প্রতিটা মিনিটের সঙ্গে সঙ্গে বাড়ছে উত্তেজনা। আর পাঁচটা দিনের মতোই সকলের ব্যস্ততা আজও তুঙ্গে। কিন্তু কোথাও গিয়ে যেন আজ সকলের আঙুলের ডগায় ISRO-র লাইভ আপডেটে। কারণ আর কিছুক্ষণের মধ্যেই চাঁদের মাটি স্পর্শ করতে চলেছে চন্দ্রযান-৩। মাটিতে নেমে বিক্রম ঘুরে দেখবে চাঁদের দক্ষিণমেরু। ভারতের বুকে আজ এক গর্বের দিন। চন্দ্রযান-৩-র সাফল্যের জন্য দিকে দিকে চর্চা তুঙ্গে, প্রার্থনা, শুভেচ্ছাবার্তার বন্যা বইছে সর্বত্র। তালিকা থেকে বাদ পড়ছেন না সেলেবরাও। আর তাই আবেগে ভাসলেন বলিউড বিগ বি। অমিতাভ বচ্চন ‘কৌন বনেগা ক্রোড়পতী’ রিয়্যালিটি শোয়ের মঞ্চে দাঁড়িয়ে তাই শুভেচ্ছা জানালেন ইসরোর কর্মীদের। যাঁদের অক্লান্ত পরিশ্রম, একবুক স্বপ্ন আজ বিকেলে সফল হতে চলেছে।
কী বললেন অমিতাভ বচ্চন?
এদিন হটসিটে বলে তিনি বললেন, ”কাল যখন চাঁদ উঠবে, তখন সেই চাঁদের মাটিতে আমাদের দেশের পদক্ষেপের ছাপ থাকবে। কাল আমাদের চন্দ্রযান নিজের মামার বাড়ি অর্থাৎ চাঁদ মামার বাড়ি পৌঁছবে। কাল আমাদের শৈশবের গল্পের চাঁদ, প্রেমিকার মুখ চাঁদ, ব্রত ও উৎসবের চাঁদ, আমাদের দেশের নাগালে হবে।” এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ”এই সাফল্য আমাদের গোটা দেশের জন্য এক বার্তা, যে দেশ ব্রত নিয়েছে, এবার আমরাও কিছু করে দেখাব।” পাশাপাশি এদিন তিনি চন্দ্রযান-৩-এর জন্য প্রার্থনা করেন ও ISRO-র সদস্যদের শুভেচ্ছা জানান।
অমিতাভ বচ্চনের এই ভিডিয়ো ক্লিপিং এখন চর্চায়। কেবল অমিতাভ বচ্চনই নন, বিভিন্ন জায়গায় বিভিন্ন সেলেবদেরই এই প্রসঙ্গে মুখ খুলতে দেখা গিয়েছে। সকলেই এখন একযোগে আকাশ পানে চেয়ে। শেষ ১৯ মিনিট বেশ কঠিন সময় বারবার জানানো হচ্ছে ইসরো থেকে। তাই সকলেই এই শেষ মুহূর্তের লড়াই জয়ের অপেক্ষায় এখন পলক গুনছেন।