National Film Awards 2023: প্রথম বার জাতীয় পুরস্কার আলিয়া-কৃতি-আল্লুর, সেরা ছবির মুকুট কারা মাথায়?
National Film Awards 2023: শুরু হল ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা। কে হলেন সেরার সেরা? কে পাচ্ছেন সেরা পরিচালক? বাংলা থেকেই পেলেন কে?
জাতীয় পুরস্কার– চলচ্চিত্র দুনিয়ার সঙ্গে যুক্ত সকল সদস্যের কাছে এ এক স্বপ্ন। এ দিন অর্থাৎ বৃহস্পতিবার অনুষ্ঠিত হল এই পুরস্কার ঘোষণার অনুষ্ঠান। হাজির ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। বাংলা থেকে এবার সেরা ছবি হল শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পরিচালিত ‘কালকক্ষ’। অন্যদিকে আলিয়া ভাট ও কৃতি শ্যানন যৌথ ভাবে পেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার। ওদিকে আবার রামচরণ অথবা জুনিয়র এনটিআর সেরা অভিনেতা নন, জাতীয় পুরস্কার উঠে এল আল্লু অর্জুনের হাতে। প্রসঙ্গত, এই প্রথম আলিয়া ভাট, কৃতি শ্যানন ও আল্লু অর্জুন পেলেন জাতীয় পুরস্কার।
এক ঝলকে দেখে নিন সেরাদের তালিকা
সেরা ফিচার ছবি
রকেট্রি
সেরা জনপ্রিয় ছবি
আর আরআর
সেরা বাংলা ছবি
কালকক্ষ
সেরা হিন্দি ছবি
সর্দার উধম
সেরা সহ অভিনেত্রী
পল্লবী যোশী (দ্য কাশ্মীর ফাইলস)
সেরা সহ অভিনতা
পঙ্কজ ত্রিপাঠি (মিমি)
সেরা অভিনেত্রী
আলিয়া ভাট (গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)
কৃতী শ্যানন (মিমি)
সেরা অভিনেতা
আল্লু অর্জুন (পুষ্পা)
সেরা পপুলার ফিল্ম
আরআরআর
সেরা পরিচালক
নিখিল মহাজন
নার্গিস দত্ত স্মৃতি পুরস্কার
দ্য কাশ্মীর ফাইলস
সেরা শিশুশিল্পী
ভাবিন রাবালি (চেল্লো শো)
সেরা চিত্রনাট্য
গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি
সেরা গায়ক
কাল ভৈরব (আরআরআর)
সেরা গায়িকা
শ্রেয়া গায়িকা (ইরাভিন নিজহাল)