Shreya Ghoshal: কোন দুই প্রশ্ন অরিজিৎ সিং-কে করতে চান শ্রেয়া?
Arijit Singh: তখনই শ্রেয়ার মাথায় আসে, তাঁকে গানটিকে খুব সহজভাবে গাইতে হবে। আর সেটাই যেন তাঁর কাছে সব থেকে বেশি কঠিন কাজ হয়ে দাঁড়ায়।
শ্রেয়া ঘোষাল, কেরিয়ারের শুরু থেকেই যাঁর মধুর কণ্ঠস্বর সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিল। তবে থেকেই যাত্রা শুরু। আজও শ্রেয়া ঘোষালের কণ্ঠে গান যেন ছবির ক্ষেত্রে এক বাড়তি পাওনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়া ঘোষাল শেয়ার করলেন তাঁর কেরিয়ারের একগুচ্ছ গল্প। শ্রেয়ার কাছে সব থেকে কঠিন কোন গান ছিল জানেন? শ্রেয়ার কথায়, আশিকি ২ ছবি থেকে শুনরাহা হ্যায় না তু গানটি তাঁর খুব কঠিন মনে হয়েছিল। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, তিনি এই গানটি নিজের মতো করে চর্চা করেছিলেন। গানের মধ্যে বেশ কিছু বিশেষ অংশের সংযোগও ঘটিয়েছিলেন। এরপর যখন তিনি গানটি রেকর্ড করতে যান, তখন জানতে পারেন, গানটি এমন একটি চরিত্রের কণ্ঠে বসানো হবে, যে গান সবে মাত্র গাওয়া শুরু করেছে। তখনই শ্রেয়ার মাথায় আসে, তাঁকে গানটিকে খুব সহজভাবে গাইতে হবে। আর সেটাই যেন তাঁর কাছে সব থেকে বেশি কঠিন কাজ হয়ে দাঁড়ায়।
এখানেই শেষ নয়, এদিনের সাক্ষাৎকারে শ্রেয়া বেশ কিছু গায়কের বিষয় মন্তব্য করেন। যার মধ্যে অন্যতম ছিলেন গায়ক অরিজিৎ সিং। তাঁকে প্রশ্ন করা হয় তিনি অরিজিৎ সিং-কে কী বলতে চাইবেন? উত্তরে শ্রেয়া বলেন, ”কীভাবে গানের সঙ্গে সঙ্গে নিজের পারসোনালিটি পাল্টে ফেলতে পারেন অরিজিৎ সিং? প্রতিটা গানের সঙ্গে সঙ্গে তিনি যেন এক অন্য জগতের মানুষ। কোন ভাবনা থেকে তিনি এমনটা পারেন? দ্বিতীয়ত, তিনি এত লাজুক কেন? কেন তিনি প্রকাশ্যে আসেন না? কেন তিনি তাঁর ভক্তদের সঙ্গে দেখা করেন না। আমার খুব ভাললাগে যে উনি ভীষণ গোছানো একজন ব্যক্তি। আমার সত্যি মনে হয়, যে তাঁর সঙ্গে দেখা করার জন্য এক এক সময় সত্যি তাঁর ভক্তরা ছটফট করেন। শুধু যে সুরকাররা অপেক্ষায় থাকেন, এমনটা নয়। তাঁর ভক্তদেরও অপেক্ষা করতে দেখেছি।”