Sushmita Sen: মেয়েরা কোনও বাবা চায় না, বাধ্য হয়েই ৪৭-এও অবিবাহিত সুস্মিতা?
Sushmita Sen: মাত্র ২৪ বছর বয়সে প্রথম সন্তান রেনিকে দত্তক নিয়েছিলেন 'মিস ইউনিভার্স সুস্মিতা সেন। ২০১০ সালে আলিশাকেও দত্তক নেন তিনি। দুই সন্তানের মা তিনি।
মাত্র ২৪ বছর বয়সে প্রথম সন্তান রেনিকে দত্তক নিয়েছিলেন ‘মিস ইউনিভার্স সুস্মিতা সেন। ২০১০ সালে আলিশাকেও দত্তক নেন তিনি। দুই সন্তানের মা তিনি। জীবনে এসেছে অনেক পুরুষ। কিন্তু এখনও পর্যন্ত বিয়ে করেননি তিনি। বারংবার সম্পর্কে জড়িয়েও কেন সুস্মিতা আজ অবিবাহিত? সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁর সন্তানেরা চান না জীবনে কোনও বাবার অস্তিত্বকে।
তাঁর কথায়, “বাবাকে তাঁরা মোটেও মিস করে না। কারণ ওদের জীবনে কোনওদিন বাবা বলে কেউ ছিলই না। আমি যদি ওদের বলি আমার বিয়ে করা উচিৎ। ওরা আমায় বলতে থাকে, ‘কেন? কীসের জন্য? আমরা বাবা চাই না।” এ তো গেল মেয়েদের কথা, কিন্তু তিনি নিজে কী চান? চান না স্বামী? সুস্মিতার কথায়, “আমি হয়তো স্বামী চাই, ওরা একজন বাবার প্রয়োজনীয়তা অনুভব করে না। ওদের কাছে আমার বাবা মানের ওদের দাদু আছে। উনিই ওদের কাছে সবটা।”
সুস্মিতা সেনের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হাজারও। কখনও বিক্রম ভাট আবার কখনও বা জীবনে এসেছে রণদীপ হুডা। তবে সুস্মিতার যে সম্পর্ক নিয়ে সবচেয়ে বেশি আলোড়ন হয়েছিল তা হল ললিত মোদীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ছবি। তাঁকে ‘বেটার হাফ’ বলে উল্লেখ করেছিলেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান। যদিও সুস্মিতা ললিতকে নিয়ে আজ পর্যন্ত কোনও মুখ খোলেননি। সময়ের সঙ্গে সঙ্গে সেই গুঞ্জনও ফিকে হয়ে গিয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে সুস্মিতা অভিনীত ওয়েব সিরিজ ‘তালি’। সেখানে তাঁর অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।