Gadar 2: ছেলের মুখে পাকিস্তান-বিরোধী সংলাপ শুনে কষ্ট ধর্মেন্দ্রর! ‘বাধ্য হয়েই…’
Gadar 2: দুধ মাঙ্গো তো ক্ষীর দেঙ্গে... কাশ্মীর মাঙ্গো তো...' --- সানি দেওলের সেই সংলাপ নিয়ে আজও চর্চা। শুধু ওই একটি ছবিতেই নয়, দীর্ঘ কেরিয়ারে বিভিন্ন ছবিতে চরিত্রের প্রয়োজনে পাকিস্তান-বিরোধী নানা সংলাপ বলেছেন তিনি।
‘দুধ মাঙ্গো তো ক্ষীর দেঙ্গে… কাশ্মীর মাঙ্গো তো…’ — সানি দেওলের সেই সংলাপ নিয়ে আজও চর্চা। শুধু ওই একটি ছবিতেই নয়, দীর্ঘ কেরিয়ারে বিভিন্ন ছবিতে চরিত্রের প্রয়োজনে পাকিস্তান-বিরোধী নানা সংলাপ বলেছেন তিনি। সে সব সংলাপ এ দেশ অর্থাৎ ভারতেও সমাদৃত হয়েছে। তবে প্রতিবেশী দেশের মুখ হয়েছে ভার। শুধু কি তাই, বাবা ধর্মেন্দ্রও ছেলের সেই সব সংলাপ নাকি মোটেও ভাল ভাবে নেননি, সম্প্রতি এক পডকাস্টে এমনটাই দাবি করলেন, পাকিস্তানের অভিনেতা নাদিয়া খান। নাদিয়া জানান, প্রথমটায় তিনি বিশ্বাসই করেননি ধর্মেন্দ্রের সঙ্গে কথা বলছেন তিনি। পরে যদিও ধর্মেন্দ্রের পাঠানোর এক ভিডিয়োয় সবটা বিশ্বাস করে মনের ঝাঁপি খুলেছিলেন তিনি। নাদিয়ার কথায়, “আমি ওঁকে বলি, আমার ভাল লাগে না যখন আপনার ছেলে সানি দেওল বিভিন্ন ছবিতে পাকিস্তান বিরোধী নানা কথা বলেন।”
নাদিয়া যোগ করেন, “ধর্মেন্দ্রজিও আমার সঙ্গে সম্মত হয়ে বলেছিলেন, ‘আমারও ভাল লাগে না।” নাদিয়ার কথায়, তিনি ধর্মেন্দ্রকে জানান, পাকিস্তানের সানি দেওলের ভক্ত রয়েছে। তাই এ সব বলা মানে সেই ভক্তদের মনে আঘাত করা। নাদিয়ার দাবি, এ শুনে ধর্মেন্দ্র বলেন, “সানিও পছন্দ করে না ওই সব সংলাপ, কিন্তু কী করবে? বাধ্য হয়েই…”।
প্রসঙ্গত, সানি দেওলের সাম্প্রতিক ছবি ‘গদর ২’-ও ১৯৭১-এর ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়েই। ছবিটি বক্স অফিসে দারুণ পারফর্ম করছে। এক সপ্তাহের মধ্যেই ওই ছবির আয় ২৫০ কোটি ছাড়িয়েছে। ছবিতে রয়েছে পাকিস্তান বিরোধী একাধিক সংলাপ। তবে কি তা নেহাতই চরিত্রের স্বার্থে বলেছেন সানি? নাদিয়ার এই বক্তব্য কিন্তু সে প্রশ্ন উঠিয়েই দেয়।