Arindam Sil: অরিন্দম শীলের নতুন সিরিজ, গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রুদ্রনীল ঘোষ ও কমলেশ্বর মুখোপাধ্যায়কে
New OTT Series: পরিচালক অরিন্দম শীল অবশ্য কিছুদিন আগেই ডেবিউ করে ফেলেছেন ওটিটি মাধ্যমে। পরিচালনা ও অভিনয়—দুই ক্ষেত্রেই তাঁকে দর্শক পেয়েছেন ওটিটির মাধ্যমে। ফেলুদার গল্প নিয়ে 'সাবাশ ফেলুদা' দর্শকদের ভালবাসা পেয়েছে।
সিনেমার পাশাপাশি এখন ওয়েব সিরিজও সমান জনপ্রিয়। তাবড় অভিনেতা থেকে পরিচালক সকলেই এখন ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন। একের পর এক ওয়েব সিরিজ দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে। ওয়েব সিরিজের মাধ্যমেই আবার নতুন পরিচালক ও অভিনেতারা জনপ্রিয়তা পাচ্ছেন। তাই নতুনদের পাশাপাশি সিনেমার কলাকুশলীদের এখন ঘনঘন দেখা মিলছে ওটিটির পর্দায়।
পরিচালক অরিন্দম শীল অবশ্য কিছুদিন আগেই ডেবিউ করে ফেলেছেন ওটিটি মাধ্যমে। পরিচালনা ও অভিনয়—দুই ক্ষেত্রেই তাঁকে দর্শক পেয়েছেন ওটিটির মাধ্যমে। ফেলুদার গল্প নিয়ে ‘সাবাশ ফেলুদা’ দর্শকদের ভালবাসা পেয়েছে। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে ফেলুদা হিসেবে দর্শকদের সামনে এনেছেন পরিচালক অরিন্দম শীল। ফেলু মিত্তিরকে হাইটেক করে সমসাময়িক করেছেন তিনি। এতে নতুন প্রজন্মের কাছে ফেলুদাকে আরও বেশি গ্রহণযোগ্য করতে পেরেছেন।
এই ওটিটি মাধ্যমেই তিনি আরও একটি ওয়েব সিরিজের কাজ শুরু করতে চলেছেন। সিরিজের নাম ‘সাহেব, বিবি জোকার’। টলিউডের অন্দরের খবর হল, এই সিরিজের মুখ্য চরিত্রে দেখা যাবে অরুণিমা ঘোষ, কৌশিক সেন ও অর্জুন চক্রবর্তীকে। সিরিজের গল্পের বিষয় এখনই পরিষ্কার করে কিছু জানা যায়নি। তবে সম্প্রতি এই সিরিজের লুকসেট সম্পূর্ণ হয়েছে। খুব শীঘ্রই শুটিং-এর কাজ শুরু হবে বলে শোনা যাচ্ছে। পরিচালক অরিন্দম শীলের কাহিনীতে রহস্য রোমাঞ্চ থাকেই। এর সঙ্গেই প্রেম, বিয়ে, বিশ্বাসভঙ্গ থেকে প্রতারণা, রাজনীতি… সব মিলিয়ে রহস্য তো থাকবেই। এই সিরিজে অরিন্দম শীল নিজেও অভিনয় করছেন। নিজের প্রায় প্রতিটি প্রজেক্টেই পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন অরিন্দম। এছাড়াও দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রুদ্রনীল ঘোষ ও কমলেশ্বর মুখোপাধ্যায়কে। এই সিরিজের গল্প সম্পর্কে দর্শকদের যে বিশেষ আগ্রহ থাকবে, তা বলাই বাহুল্য।
এই পরিচালকের হাত ধরেই বেশ কিছু নতুন মুখ টলিউডের আত্মপারকাশ করেছে। এখন তাঁরা উজ্জ্বল তারকা। এই সিরিজের মাধ্যমেও নতুন মুখ পেতে চলেছে টলিউড, এমনই খবর শোনা যাচ্ছে টলিপাড়াতে।