TRP: আশঙ্কাই সত্যি, প্রথম স্থান হারাল সূর্য-দীপা, জয়-জয়কার অন্বেষা-মানালির!
TRP: বিগত বেশ কিছু সপ্তাহে টিআরপির গ্রাফ জানান দিচ্ছিল, সূর্য -দীপার সিংহাসন খানিক নড়বড়ে হয়ে পড়েছে। ঘাড়ের কাছে 'জগদ্ধাত্রী'র নিঃশ্বাস টের পাচ্ছিল 'অনুরাগের ছোঁয়া'।
বিগত বেশ কিছু সপ্তাহে টিআরপির গ্রাফ জানান দিচ্ছিল, সূর্য -দীপার সিংহাসন খানিক নড়বড়ে হয়ে পড়েছে। ঘাড়ের কাছে ‘জগদ্ধাত্রী’র নিঃশ্বাস টের পাচ্ছিল ‘অনুরাগের ছোঁয়া’। অবশেষে সে আশঙ্কাই যেন সত্যি হল। বিগত বেশ কিছু মাসের রেকর্ড গুড়িয়ে দিয়ে এই সপ্তাহে প্রথম ‘জগদ্ধাত্রী'(৮.৫ )। প্রথম স্থান হারাল ‘অনুরাগের ছোঁয়া’। অন্যদিকে একই নম্বর অর্থাৎ ৮.৪ পেয়ে ‘ফুলকি’র সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় হল ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটি। ৭.৭ থেকে বেড়ে ৮.০ হয়ে তৃতীয় স্থানে উঠে এল ‘রাঙা বউ’। আর ওদিকে চতুর্থ স্থানে জায়গা করে নিল ‘নিম ফুলের মধু’। তার প্রাপ্ত নম্বর ৭.৫।
এ যাবৎ একটা ট্রেন্ড দেখা যাচ্ছিল টিআরপি তালিকায়। নতুন ধারাবাহিকগুলি কিছুতেই নিজেদের খাপ খুলতে পারছিল না তালিকায়। তবে এই সপ্তাহে সব হিসেব যেন ঘেঁটে ঘ। পঞ্চম স্থানে উঠে এসেছে ‘সন্ধ্যাতারা’। অন্বেষা হজরা অভিনীত ওই ধারাবাহিকটির টিআরপি এক লাফে ৫.৮ থেকে হয়েছে ৬.৪। ও দিকে পিছিয়ে নেই মানালি-রীতাও। ‘কার কাছে কই মনের কথা’ নিয়ে কম ট্রোলিং হয়নি। তবে এখন প্লট বদলেছে। আর দর্শকও আপন করে নিয়েছে ধারবাহিকটিকে। ৫.৬ থেকে বেড়ে ৬.৩ হয়ে সেই ধারাবাহিকও এই মুহূর্তে ষষ্ঠ স্থানে। ওই একই নম্বর পেয়ে ওই একই স্থানে রয়েছে ‘বাংলা মিডিয়াম’। সপ্তম, অষ্টম ও নবম স্থানে উঠে এসেছে ‘খেলনা বাড়ি’, ‘হরগৌরী পাইস হোটেল’, ও ‘পঞ্চমী’, ‘তুঁতে’। একই নম্বর পেয়ে ওই দুই ধারাবাহিক রয়েছে নবম স্থানে। দশম স্থান দখল করেছে ‘ইচ্ছে পুতুল’। তবে টিআরপি বড়ই অদ্ভুত। আজ যে রাজা কাল সে ফকির। তাই আজ যে দশে কাল সে এক নম্বরে থাকবে না– কেই বা হলফ করে বলতে পারে?