TRP: দিব্য-স্বস্তিকার ঝামেলার আঁচ পড়ল কি টিআরপিতে! রইল এ সপ্তাহের তালিকা
Bengali Serial: 'অনুরাগের ছোঁয়া'র দুই প্রধান চরিত্র স্বস্তিকা ঘোষ ও দিব্যজ্যোতি দত্তের ঝামেলার কথা কারও অজানা নয়। গত সপ্তাহে এতদিনের মসনদ টালমাটাল হয়েছিল ওই জুটির।
‘অনুরাগের ছোঁয়া’র দুই প্রধান চরিত্র স্বস্তিকা ঘোষ ও দিব্যজ্যোতি দত্তের ঝামেলার কথা কারও অজানা নয়। গত সপ্তাহে এতদিনের মসনদ টালমাটাল হয়েছিল ওই জুটির। কমে গিয়েছিল টিআরপির নম্বর। প্রথম স্থান হারিয়ে ছিল সে। দর্শকের একটা বড় অংশের মনে হয়েছিল, তাঁদের ঝামেলাই বুঝি টিআরপি পড়ে যাওয়ার কারণ। এই সপ্তাহে কী হল? টিআরপি বাড়ল নাকি কমে গেল? রইল সেই হদিশ।
সূর্য-দীপা ভক্তদের জানিয়ে রাখা যাক, আবারও ওই ধারাবাহিক ফিরে পেয়েছে তার হারিয়ে যাওয়া আসন। এই সপ্তাহে টপার ওই ধারাবাহিক। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৮.৪। এই সপ্তাহে নম্বর কমেছে ঠিকই, কিন্তু ফেরত এসেছে আসন। সে পেয়েছে ৮.২। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। আগের সপ্তাহে ‘অনুরাগের ছোঁয়া’কে টপকে এই ধারাবাহিকই দখল করে নিয়েছিল প্রথম স্থান। এই সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছে ৮.১। অন্যদিকে তৃতীয় স্থানে গত বারের মতো এবারেও রয়েছে ‘ফুলকি’। সে পেয়েছে ৭.৬। তবে গত সপ্তাহের থেকে কিন্তু নম্বর কমেছে বেশ অনেকটাই। ওই ধারাবাহিক গত সপ্তাহে পেয়েছিল ৮.৪। এর পরেই চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে ‘রাঙা বউ’, ‘সন্ধ্যাতারা’ ও ‘নিম ফুলের মধু’।
বিগত বেশ কিছু সময় ধরে সন্ধ্যাতারা কিন্তু বেশ ভাল পারফর্ম করে চলেছে। ধারাবাহিকের এই মুহূর্তের ট্র্যাক, অন্বেষা হাজরার অভিনয় দর্শকদের বেশ ভাল লেগেছে দর্শকদের। সপ্তম স্থানে রয়েছে ‘বাংলা মিডিয়াম’। ওই ধারাবাহিক পেয়েছে ৬.৫। অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে ‘হরগৌরী পাইস হোটেল’। নবম স্থানে কে জানেন? রয়েছে ‘খেলনাবাড়ি’। অন্যদিকে দশম স্থানে জায়গা করে এক জোড়া ধারাবাহিক। তারা হল ‘ কার কাছে কই মনের কথা’ ও ‘তুঁতে’। তবে টিআরপি বড়ই অদ্ভুত। আজ যে উপরে কাল সে পিছিয়ে যেতে পারে না, তাই বা কে হলফ করে বলতে পারে?