Rakhi Sawant: বাড়ির পরিচারিকার প্রোফাইলেও ব্লু টিক! ‘এ সব কী’, ক্ষোভ উগরে দিলেন রাখী
কী এই পেড ভেরিফিকেশন? ইনস্টাগ্রাম, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মূল সংস্থা মেটা কিছু দিন আগে ভারতে এনেছে এই পরিসেবা।
কিছু দিন আগে ফেসবুকে টলিপাড়ার এক জনপ্রিয় টেলি অভিনেত্রী ক্ষোভ উগরে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। মেটা ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন তুলে বলেছিলেন, ‘মুড়ি-মুড়কির এক দর’? এবার রাখী সাওয়ান্তও গোটা ঘটনায় বেশ বিরক্ত। ক্যামেরার মুখোমুখি হতেই ইনস্টা-ফেসবুকের ‘পেড ভেরিফিকেশন’ নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন তিনি।
রাখী বলেন, “দুধওয়ালার ব্লু টিক। আমার বাড়ির পরিচারিকা তারও দেখছি ব্লু টিক। আজ পান খেতে গিয়েছিলাম পানওয়ালারও ব্লু টিক। ৫০ টাকায় ব্লু টিক কিনছ সবাই মিলে। এ সব কী! ঘরে বসে ব্লু টিক! আমাদের মতো পরিশ্রম করো।”
কী এই পেড ভেরিফিকেশন? ইনস্টাগ্রাম, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মূল সংস্থা মেটা কিছু দিন আগে ভারতে এনেছে এই পরিসেবা। অর্থাৎ আপনি যদি চান আপনার প্রোফাইলটি ব্লু-টিক যুক্ত হবে অর্থাৎ ভেরিফায়েড শো করবে তবে মাত্র ৬৯৯ টাকার বিনিময়ে আপনি আপনার আইডি শো করে কিনতে পারেন সাবস্ক্রিপশন। এর পরেই ম্যাজিক, আপনার অনুরাগীর সংখ্যা ১ হাজার হোক অথবা এক লক্ষ আপনার নামের পাশে জ্বলজ্বল করবে নীল চিহ্ন। আগে শুধু তারকাদের নামের পাশে দেখা দিত এই ব্লু টিক। তাও সেটি কিনতে হত না, নিতান্তই ছিল অর্জিত। যদি সমাজের কোনও ক্ষেত্রে আপনার বিশেষ অবদান থেকে থাকে, আপনি যদি কোনও বিশেষ কাজে নাম অর্জন করে থাকেন, আপানার নামে যদি সংবাদমাধ্যমে প্রতিবেদন বের হয়ে থাকে তবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি আপনার প্রোফাইল ভেরিফাই করত নিজে থেকেই। তবে এখন আর সে সবের বালাই নেই। পয়সা থাকলেই কেনা যাচ্ছে ‘সম্মান’।