Bangla Serial Gossip: আবারও শেষের পথে জনপ্রিয় ধারাবাহিক, ‘পঞ্চমী’ নিয়ে জল্পনা তুঙ্গে

Gossip: বর্তমানে স্টার জলসার অনুরাগের ছোঁয়া ও জি বাংলা জগদ্ধাত্রী দর্শক ধরে রাখতে সক্ষম হয়েছে। কিন্তু এই ধরে রাখা কতদিন বছরের পর বছর ধরে মেঘা সিরিয়ালের কাজ বর্তমানে হচ্ছে কোথায়?

Bangla Serial Gossip: আবারও শেষের পথে জনপ্রিয় ধারাবাহিক, 'পঞ্চমী' নিয়ে জল্পনা তুঙ্গে
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2023 | 2:30 PM

বর্তমানে মেগা ধারাবাহিকের চরিত্রটা বেশ কিছুটা পাল্টে গিয়েছে। টানা তিন বছর টানা ৫ বছর ধরে চলার মত গল্পেরই তো অভাব আর তেমন চরিত্রের দাপটের অভাব। বর্তমানে ধারাবাহিক গুলো ছোট ছোট গল্পে তৈরি করা হয়। কোনও ধারাবাহিকের গল্পে হঠাৎ কোনও সিকুয়েন্স দর্শকদের ভীষণ ভাল লেগে গেলেই তা টিআরপি তালিকায় তুঙ্গে উঠে বসে, আবার কোনও জনপ্রিয় ধারাবাহিক মধ্যে ট্র্যাক হারিয়ে ফেললে তা থেকে মুখ ফিরিয়ে নেয় দর্শক। কিন্তু কোনও ধারাবাহিকের চরিত্রকে ভালবেসে দিনের পর দিন তা দেখে গিয়েছেন দর্শক, এমন ধারাবাহিক বর্তমানে তৈরি হচ্ছে হাতে গোনা। জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক মিঠাই এক বছর টিআরপির তালিকায় তুঙ্গে থাকা সত্ত্বেও শেষের পথে হারিয়ে ফেলে তার গ্রহণযোগ্যতা।

বর্তমানে স্টার জলসার অনুরাগের ছোঁয়া ও জি বাংলা জগদ্ধাত্রী দর্শক ধরে রাখতে সক্ষম হয়েছে। কিন্তু এই ধরে রাখা কতদিন বছরের পর বছর ধরে মেঘা সিরিয়ালের কাজ বর্তমানে হচ্ছে কোথায়? তাই গত কয়েক মাসে বন্ধ হয়ে যাওয়া ধারাবাহিকের তালিকায় নাম উঠে এসেছে বহু। কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক। অন্দরমহলে কান পাতলে শোনা যায় টিআরপির তালিকায় জায়গা করতে না পারলেই এখন বিপদ। চ্যানেল কর্তৃপক্ষ সেই ধারাবাহিক বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত নিচ্ছেন রাতারাতি। যার ফলে এই সাপ্তাহিক টিআরপি বেশ খানিকটা ভাবিয়ে তুলেছে ধারাবাহিক অভিনেতা অভিনেত্রীদের।

এবার তেমনই এক ধারাবাহিকের নাম সামনে এল, স্টার জলসার পঞ্চমী। তবে এই ধারাবাহিক মোটেই টিআরপি তালিকা থেকে বাদ পড়েনি। নাগদেবতাকে কেন্দ্র করে তৈরি হওয়া এই গল্প সদ্য নতুন ট্র্যাক বদল করেছে। টিআরপি তালিকাতে এই ধারাবাহিক মাঝামাঝি জায়গা করে থাকে বরাবর। তবে এই জায়গায় এবার যিশু সেনগুপ্ত ও লীলাঞ্জনা সেনগুপ্তের নতুন ধারাবাহিক ‘লভ বিয়ে আজকাল’ আসতে চলেছে। শোনা যাচ্ছে ২৭ অগাস্টই নাকি শেষ হতে চলেছে পঞ্চমী ধারাবাহিক। ২৮ অগাস্ট থেকে শুরু নতুন ধারাবাহিক। যদিও এখনও পর্যন্ত চ্যানেল কতৃপক্ষ এই বিষয় মুখ খোলেনি।