Jeet: ওটিটি আসার পর কী চিত্রনাট্যের পালা বদল ঘটেছে? কী বললেন জিৎ
Inside Story: কী মনে করেন অভিনেতা! এক সাক্ষাৎকারে জিতকে বলতে শোনা যায়, লকডাউনের পর ওটিটি আসায় যেমন চিত্রনাট্য বদলেছে সিরিজে, তেমনই আবার ছবির ক্ষেত্রেও অনেকটা বদল ঘটে গিয়েছে।
জিৎ মদনানি, টলিউডের সুপারস্টার তিনি, একটা সময় চেয়েছিলেন বলিউডে দাপটের সঙ্গে রাজত্ব করতে। কিন্তু বেশ কিছু বছর চেষ্টার পর তিনি ফিরে আসেন টলিউডের। আর সেখানেই সাথী ছবির হাত ধরে ভাগ্য পাল্টে যায় জিতের। তারপর থেকে পর্দায় একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন অভিনেতা। জিৎ মানেই এখন টলিউডের বিগ বাজেট, বিগ স্কেলে ছবি। যা দেখার জন্য মুখিয়ে থাকে দর্শকেরা। তবে মুঠো মুঠো নয়, বছরে হাতেগোনা ছবি বার করেন জিৎ। বর্তমানে যা গড়ে একটাতে দাঁড়িয়েছে। দিন দিন পাল্টেছে তাঁর ছবির বিষয় বস্তু, পাল্টেছে তাঁর চরিত্রের ধাঁচ। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পাল্টেছেন অনেকটাই। অনেকের মতে ঠিক যেন দক্ষিণী অভিনেতার ধাঁচ নিচ্ছেন জিৎ, সত্যি কি তাই!
কী মনে করেন অভিনেতা! এক সাক্ষাৎকারে জিতকে বলতে শোনা যায়, লকডাউনের পর ওটিটি আসায় যেমন চিত্রনাট্য বদলেছে সিরিজে, তেমনই আবার ছবির ক্ষেত্রেও অনেকটা বদল ঘটে গিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সবটাই পাল্টায় তাই কেবল ওটিটি চরিত্র বা বিষয়বস্তু ভীষণ টানটান, পর্দায় নয়, এমনটা কখনও-ই সঠিক তথ্য নয়। সব ক্ষেত্রে ভাল কাজ হচ্ছে। পুরো সিস্টেমটাই ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। এখানেই শেষ নয়, তিনি তাঁর ছবি জাতীয় স্তরে নিয়ে যাওয়ার বিষয় জানান, একজন শিল্পী সে বরাবরই চায়, তাঁর কাজ যতটা সংখ্যক বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় ততটাই ভাল। দর্শক দেখবেন, ভাল লাগলে প্রশংসা করবেন, খারাপ লাগলে সমালোচনা করে ভুল ধরিয়ে দেবেন, তবে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা শিল্পীর থেকেই যায়। বর্তমানে দেশের কোণ কোণ থেকে প্রতিভা খুঁজে বার করা হচ্ছে. তাই এই প্রতিভা গুলোকে সামনে নিয়ে আসাটাও প্রযোজক হিসেবে দায়িত্ব তো বটেই বলেই যেদিন জানিয়েছিলেন জিৎ।
সম্প্রতি আরও এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, যেখানে অন্যান্য অভিনেতারা মুঠো মুঠো ছবি করছেন, সেখানেই তিনি একটা ছবি করেন, যার ফলে চ্যালেঞ্জ তো কোথাও গিয়ে থেকেই যায়। তবে বরাবরই তিনি এই চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। তিনি তাঁর দর্শকদের নিয়েও আত্মবিশ্বাসী, তাই বিনোদন ভরপর, অ্যাকশন প্যাক ছবিতেই তিনি বেশি কাজ করে থাকেন।