Srabanti Chatterjee: কলারিপাট্টু থেকে রায়বেঁশের মতো বাংলার মার্শাল আর্ট, একের পর এক কেন শিখতে হচ্ছে শ্রাবন্তীকে?
Inside Story: নতুন ছবির ঘোষণা হয়েছে কয়েক মাস আগেই। ‘অভিযাত্রিক’-এর পরিচালক শুভ্রজিৎ মিত্র তৈরি করতে চলেছেন এই ছবি। বছর খানেক আগে থেকে এই ছবির জন্য গবেষণার কাজ করেছেন শুভ্রজিৎ।
নায়িকা শিখছেন ঘোড়ায় চড়া। শুধু ঘোড়ায় চড়াই নয়, শিখতে হচ্ছে কেরলের কলারিপাট্টু থেকে রায়বেঁশের মতো বাংলার মার্শাল আর্টও। ট্রেনিং চলবে অস্ত্রবিদ্যাতেও। ছবিতে অভিনয়ের জন্য যেমন ওয়ার্কশপ চলছে, তেমনই ঘোড়সওয়ারিতেও পারদর্শী হতে হবে তাঁকে। কে তিনি? নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কেন এত হইচই? কারণ এই শ্রাবন্তী চট্টোপাধ্যায় আর কেউ নন, বাঙালির ‘কাল্ট’ নারী চরিত্র দেবী চৌধুরানী। একের পর এক অ্যাকশন সিকোয়েন্সের জন্য কঠোর পরিশ্রম করতে হচ্ছে শ্রাবন্তী। এই ছবিতে ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে নতুন থেকে নতুনতর করে-চলা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বুম্বাদা অবশ্য ঘোড়সওয়ারি জানেন, তাই তাঁকে নিয়ে নিশ্চিন্ত জাতীয় পুরষ্কারপ্রাপ্ত পরিচালক শুভ্রজিৎ মিত্র। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি ‘দেবী চৌধুরাণী’কে আবার বড়পর্দায় আনছেন পরিচালক শুভ্রজিৎ। আগামী ১৫ নভেম্বর থেকেই শুরু হচ্ছে দেবী চৌধুরানী ছবির শ্যুটিং, এই খবর সকলের জানা।প্রসেনজিৎ ও শ্রাবন্তী ছাড়াও ছবিতে অভিনয় করতে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায়, কিঞ্জল নন্দ, কার্ল হার্ট, অ্যালেক্স ও নেল। সঙ্গীত পরিচালনার দায়িত্বে বিক্রম ঘোষ। এই ছবির হাত ধরেই বেশ কিছুদিন পর আবার বড়পর্দায় আসছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। একদম নয়া অবতার থাকবেন তিনি, এমনই আভাস পাওয়া যাচ্ছে। তাঁর চরিত্রের নাম হরবল্লব রায়।
নতুন ছবির ঘোষণা হয়েছে কয়েক মাস আগেই। ‘অভিযাত্রিক’-এর পরিচালক শুভ্রজিৎ মিত্র তৈরি করতে চলেছেন এই ছবি। বছর খানেক আগে থেকে এই ছবির জন্য গবেষণার কাজ করেছেন শুভ্রজিৎ। বঙ্কিমচন্দ্রের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরানী’র কাঠামোর উপর ভিত্তি করে যখন ছবি, তখন তাঁর মেকিং নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাননি পরিচালক। বাংলা ছাড়াও ছ’টি ভারতীয় ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে এই সিনেমাটির। বিশেষ করে জোর দেওয়া হয়েছে প্রি-প্রোডাকশনে। স্থানীয় লোককথা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভের সাহায্য নিয়ে তৈরি হয়েছে চিত্রনাট্য। তৈরি করেছেন পরিচালক স্বয়ং। পরিচালকের কথায়, “পাঁচটি বড় বাজেটের বাংলা ছবিতে যে পরিশ্রম ও অর্থ প্রয়োজন, সেই বাজেটে এই ছবি হতে চলেছে। অ্যাকশনের দিকটাও খুব গুরুত্বপূর্ণ। যোগাযোগ করা হয়েছে ভারতের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টরদের সঙ্গে।” সূত্রের খবর, বিভিন্ন অ্যাকশন দৃশ্য শুটিংয়ে ব্যবহার করা হতে পারে একাধিক অ্যাকশন ডিরেক্টরকে।
বাংলার ঐতিহাসিক নারী চরিত্র দেবী চৌধুরাণী। এই কাহিনি এতটাই সত্যি মানা হয় যে, জলপাইগুড়িতে রয়েছে দেবী চৌধুরাণী মন্দির। তাই এই ছবির শুটিংয়ের জন্য রেইকি করতে বেশ কিছুদিন সময় নিয়েছেন পরিচালক শুভ্রজিৎ। বাংলার বীরভূম, পুরুলিয়ার প্রত্যন্ত জঙ্গল থেকে ঝাড়খণ্ডের নানা এলাকা ঘুরেছেন রোদবৃষ্টির মধ্যেই। এছাড়াও প্রত্যন্ত শহরতলি যেমন ক্যানিংয়ের মতো এলাকাতেও রেইকি করেছেন। দীর্ঘ সময় কোনও পরিচালক দেবী চৌধুরানী নিয়ে সিনেমা করার কথা ভাবেনি। এই ছবির প্রি-প্রোডাকশনে বিশেষ গুরুত্ব দিচ্ছেন শুভ্রজিৎ। তাঁর কথায়, “বাংলার কলাকুশলীদের নিয়েই তিনি জাতীয় স্তরের ছবি করতে চান।” শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। এর পরের ধাপ চরিত্রদের লুক টেষ্ট। আগামী শীতেই শুটিংয়ের কাজ শুরু করবেন পরিচালক।