ISRO Chief’s Dance: চাঁদের মাটি ছুঁতেই ডান্স ফ্লোর কাঁপালেন গবেষক-বিজ্ঞানীরা, পা মেলালেন ইসরো প্রধানও
Chandrayaan-3: সোশ্যাল মিডিয়া জুড়ে এখন একটাই শব্দ ট্রেন্ডিং, তা হল চন্দ্রযান-৩। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে চন্দ্রযান-৩ এর অবতরণের ছবি। তারই সঙ্গে আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তা হল, ইসরোর বিজ্ঞানীদের নাচ।
নয়া দিল্লি: তীরে এসে তরী ডুবেছিল চার বছর আগে। দুঃখপ্রকাশ, সমবেদনার সঙ্গে সঙ্গে জুটেছিল গঞ্জনাও। তারপর? চার বছর ধরে দাঁতে দাঁত চেপে শুধু লড়াই করে গিয়েছিলেন ইসরো(ISRO)-র বিজ্ঞানী-গবেষকরা। চন্দ্রযান-২ এর ব্যর্থতাকে যে ঢাকতেই হত চন্দ্রযান-৩ (Chandrayaan-3)-এর সাফল্য দিয়ে! আর সেই স্বপ্ন পূরণও হল। বুধবার, ২৩ অগস্ট অবশেষে চাঁদের মাটিতে পা রাখল ইসরোর পাঠানো চন্দ্রযান-৩। সফলভাবে সফট ল্যান্ডিং হয়েছে, এই খবর পেতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ইসরোর সদর দফতরে উপস্থিত সকল কর্মীরা। একে অপরকে জড়িয়ে ধরেন। অনেকেরই চোখের কোণে দেখা যায় জল। আবেগাশ্রুর পরই আবার দেখা গেল অন্য চিত্র। চন্দ্রযান-৩ এর সাফল্যে নাচতে দেখা গেল ইসরোর বিজ্ঞানী-গবেষকরা। ডান্স ফ্লোরে পা মেলালেন ইসরোর প্রধানও।
সোশ্যাল মিডিয়া জুড়ে এখন একটাই শব্দ ট্রেন্ডিং, তা হল চন্দ্রযান-৩। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে চন্দ্রযান-৩ এর অবতরণের ছবি। তারই সঙ্গে আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তা হল, ইসরোর বিজ্ঞানীদের নাচ। চন্দ্রযান-৩ এর সাফল্যের পরই ডান্স ফ্লোরে দেখা যায় ইসরোর গবেষক-বিজ্ঞানীদের। তাঁদের চোখে-মুখেই ধরা পড়ছিল সাফল্যের উচ্ছ্বাস।
Chief Dr. S. Somanath & team ISRO Dancing video 🫡#Chandrayaan3 #Chandrayaan3Landing #ProudIndia #IndiaOnTheMoon jai ho pic.twitter.com/Cq56ie0DJ2
— cricket news analysis (@cricketnew98688) August 23, 2023
গতকাল সন্ধেয় চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। ঘণ্টাখানেক পর ধুলোর ঝড় থামতে, তার থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। আগামী ১৪ দিন ধরে চাঁদের বুকে ঘুরে বেড়িয়ে মাটি, জলের নমুনা সংগ্রহ করবে রোভার। ইতিমধ্য়েই চাঁদের বুকে অশোক স্তম্ভ, জাতীয় পতাকা ও ইসরোর নাম লিখেছে রোভার প্রজ্ঞান।