Himanta Biswa Sarma: ‘বছর শেষের মধ্য়েই প্রত্য়াহার করা হবে আফস্পা’, স্বাধীনতা দিবসে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

AFSPA: গুয়াহাটিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, "বর্তমানে অসমের আটটি জেলায় আফস্পা জারি রয়েছে। আমাদের সরকারের লক্ষ্য হল চলতি বছরের শেষভাগের মধ্যে রাজ্য থেকে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্য়াক্ট প্রত্যাহার করা।"

Himanta Biswa Sarma: 'বছর শেষের মধ্য়েই প্রত্য়াহার করা হবে আফস্পা', স্বাধীনতা দিবসে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 16, 2023 | 8:07 AM

গুয়াহাটি: স্বাধীনতা দিবসে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। চলতি বছরের শেষ ভাগের মধ্যে অসমের সমস্ত জেলা থেকে আফস্পা আইন (AFSPA) প্রত্যাহার করা হবে বলে জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। মঙ্গলবার ৭৭ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রের তরফে ইতিমধ্য়েই অসমের একাধিক জেলা থেকে আফস্পা প্রত্যাহার করা হয়েছে। রাজ্য সরকারের লক্ষ্য, ২০২৩ সালের শেষভাগের মধ্যে বাকি জেলাগুলি থেকেও আফস্পা প্রত্যাহার করা। 

গুয়াহাটিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “বর্তমানে অসমের আটটি জেলায় আফস্পা জারি রয়েছে। আমাদের সরকারের লক্ষ্য হল চলতি বছরের শেষভাগের মধ্যে রাজ্য থেকে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্য়াক্ট প্রত্যাহার করা। আমাদের সরকার ক্ষমতায় আসার আগে পূর্ববর্তী সরকার কেন্দ্রের কাছে ৬২ বার আফস্পার মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছিল। এখন পরিস্থিতির উন্নতি হচ্ছে।”