Himachal Pradesh Weather: কোথাও জলের তোড়ে ভেসে গেল গাড়ি, কোথাও আবার ধসে বন্ধ রাস্তা, হিমাচলে বর্ষার ভয়ঙ্কর রূপ
Landslide-Flash Flood: রাজ্য়ের অধিকাংশ নদীই বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টির জেরে কমপক্ষে ১৪ জায়গায় বড়সড় ধস নেমেছে। বিগত ৩৬ ঘণ্টায় ১৩টি হড়পা বানও হয়েছে। ৭০০-রও বেশি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ধসের জেরে।
সিমলা: ভরা বর্ষায় পাহাড়ে দুর্যোগ। ভারী বৃষ্টির জেরে হিমাচল প্রদেশে (Himachal Pradesh) বিভিন্ন জায়গায় নামল ধস (Landslide)। নদীতে হড়পা বানও (Flash Flood) এল। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভারী বৃষ্টির কারণে রবিবার কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। বিপর্যস্ত হয়েছে সাধারণ জনজীবন। বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তাঘাট। বিপদ এড়াতে আগামী দুইদিন হিমাচল প্রদেশের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
হিমাচল প্রদেশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাজ্য়ের অধিকাংশ নদীই বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টির জেরে কমপক্ষে ১৪ জায়গায় বড়সড় ধস নেমেছে। বিগত ৩৬ ঘণ্টায় ১৩টি হড়পা বানও হয়েছে। ৭০০-রও বেশি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ধসের জেরে।
Scary visuals from Thunag area of Mandi, Himachal!!#HimachalPradesh pic.twitter.com/vLotOdkzD0
— Queen of Himachal (@himachal_queen) July 9, 2023
এদিকে, আবহাওয়া দফতরের তরফে হিমাচলে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজ্য়ের ১২টি জেলার মধ্য়ে ১০টি জেলাতেই অতি ভারী থেকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্নর, লাহুল-স্পিতি সহ একাধিক জায়গায় জারি করা হয়েছে লাল সতর্কতাও।
Prayers for Himachal Pradesh.? pic.twitter.com/fxoXfITL8C
— Awanish Sharan ?? (@AwanishSharan) July 9, 2023
ভারী বৃষ্টির জেরে একদিকে যেমন মানালিতে একাধিক দোকান ভেসে গিয়েছে, তেমনই আবার কুলু, কিন্নর, চাম্বা জেলায় হড়পা বানে বাড়ি-গাড়ি ভেসে যাওয়ার খবর মিলেছে। সিমলা জেলার অধিকাংশ রাস্তাই ধস ও হড়পা বানের জেরে বন্ধ হয়ে গিয়েছে। সিমলার কোটগড় এলাকায় ধসের জেরে একটি বাড়ি ভেঙে পড়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে।
At NH-707 , it’s horrible ?#Monsoon2023#हिमाचल #HimachalPradesh pic.twitter.com/7pW4b2Ea89
— Praveen Thakur (@praveen46923209) July 9, 2023
শনিবার থেকে একই অবস্থা কুলু ও চাম্বা জেলাতেও। কুলুতে একটি ঝুপড়ি ভেঙে পড়ে এক মহিলার মৃত্যু হয়, অন্য়দিকে চাম্বা জেলায় ধসে জীবিত অবস্থায় একজন চাপা পড়ে যান। মোট পাঁচজনের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু। প্রশাসনের তরফে ত্রাণ ও উদ্ধারকাজের যাবতীয় ব্য়বস্থা করা হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন। বর্তমানে হিমাচলে ৫০০ থেকে ৭০০ পর্যটক আটকে রয়েছেন।