Video: রাস্তায় পড়ে দেহ, হোটেল ভেঙে ঢুকে গেল ট্রাক, মৃত অন্তত ১৫
Maharashtra accident: মুম্বই-আগ্রা হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের এক হোটেলে সজোরে ধাক্কা মারল একটি ট্রাক। ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত।
মুম্বই: মহারাষ্ট্র ধুলে জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা। মুম্বই-আগ্রা হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের এক হোটেলে সজোরে ধাক্কা মারল একটি ট্রাক। এই ঘটনায় অন্তত পনেরো জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় এক পুলিশ কর্তা জানিয়েছেন, বেলা ১২টা নাগাদ ধুলে জেলায় শিরপুর মহকুমার পালাসনার গ্রামের কাছে, মুম্বই-আগ্রা হাইওয়ের উপর এই দুর্ঘটনা ঘটেছে। জায়গাটি মুম্বই থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে। ট্রাকটি আসছিল মধ্যপ্রদেশ থেকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ব্রেক ফেল করেই এই দুর্ঘটনাটি ঘটেছে। হতাহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
VIDEO | At least 15 people reportedly killed in an accident involving a truck and several vehicles on the Mumbai-Agra Highway in Dhule, Maharashtra. pic.twitter.com/49JmnBSUJs
— Press Trust of India (@PTI_News) July 4, 2023
A container rammed into a car near a hotel due to break failure at Mumbai-Agra highway. Incident took place in #Dhule in #Maharashtra
Over 10 people have lost their lives in this incident. pic.twitter.com/dri8sRANPU
— Shivani Mishra (@Shivani703) July 4, 2023
ঘটনার যে ছবি ও ভিডিযোগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যাচ্ছে একটি বড় মাপের কন্টেইনার ট্রাক উল্টে পড়ে রয়েছে। ধাক্কার অভিঘাতে ট্রাকটি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বেশ কয়েকটি গাড়িরও ট্রাকটির ধাক্কায় ব্যাপক ক্ষতি হয়েছে। রাস্তার উপর বেশ কিছু দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতেও দেখা গিয়েছে। ঘটনাস্থলে জড়ো হয়েছেন স্থানীয় মানুষ। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশকর্মীরাও।