Rahul Gandhi: আর ‘উধাও’ নয়, কর্মসূচি ঘোষণা করে ইউরোপ যাচ্ছেন রাহুল
সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে তিনি যাবেন বেলজিয়াম, নরওয়ে এবং ফ্রান্সে। এই ইউরোপ সফরে গিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সংসদ, বিদেশে ভারতীয় বিভিন্ন সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন রাহুল।
নয়াদিল্লি: ফের বিদেশ সফরে যাবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তবে এবার আর গোপনীয়তা নয়, রীতিমতো কর্মসূচি ঘোষণা করে ইউরোপ সফরে যাচ্ছেন রাহুল। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে তিনি যাবেন বেলজিয়াম, নরওয়ে এবং ফ্রান্সে। এই ইউরোপ সফরে গিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সংসদ, বিদেশে ভারতীয় বিভিন্ন সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন রাহুল।
কংগ্রেস সূত্রে খবর, রাহুলের বিদেশযাত্রা নিয়ে বিজেপির লাগাতার প্রচারের নেতিবাচক প্রভাব এড়াতেই, সুনির্দিষ্ট কর্মসূচি ঘোষণা করে বিদেশ সফরে যাবেন রাহুল গান্ধী। পরিবারতন্ত্র নিয়ে বিজেপির প্রচারের পাল্টা হিসেবে আগেই পারিবারিক সেন্টিমেন্টকে সামনে রেখেছিলেন রাহুল। অতীতে রাহুল গান্ধী ‘উধাও’ হয়ে গিয়েছেন বলে আক্রমণ শানিয়েছিল বিজেপি। সেই পরিস্থিতি এড়াতে এবার বিদেশ সফর নিয়ে সাবধানী অবস্থান রাহুলের।
এ বছর বিদেশ সফরে গিয়ে রাহুল গান্ধীর বেশ কিছু বক্তৃতা নিয়ে বিতর্ক ছড়িয়েছিল। বিজেপি রাহুলের বক্তব্যের প্রবল সমালোচনা করেছিল। দেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে রাহুলের মন্তব্য নিয়ে দেশ জুড়ে প্রচারে নামে বিজেপি। রাহুল দেশবিরোধী কাজ করছেন বলেও অভিযোগ করা হয় বিজেপির তরফে। আগামী মাসের ইউরোপ সফরের আগে বিজেপির আক্রমণের মোকাবিলা করতেও প্রস্তুতি নিয়ে রাখছেন রাহুল।