Lock down: ফের লকডাউন! সেপ্টেম্বরে টানা ৩ দিন স্কুল, অফিস বন্ধ থাকবে রাজধানীতে

G-20 Summit 2023: আগামী ৮ সেপ্টেম্বর থেকে তিনদিন ব্যাপী জি-২০ বৈঠক বসতে চলেছে দিল্লিতে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এই বৈঠকে সামিল হবেন।

Lock down: ফের লকডাউন! সেপ্টেম্বরে টানা ৩ দিন স্কুল, অফিস বন্ধ থাকবে রাজধানীতে
প্রতীকী ছবি।Image Credit source: TV9 Bharatvarsh
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2024 | 11:38 AM

নয়া দিল্লি: ফের লকডাউন! সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে তিনদিন সম্পূর্ণ ‘লক’ হয়ে যাবে দিল্লি (Delhi)। কোভিড বা অন্য কোনও কারণে নয়, আগামী ৮ সেপ্টেম্বর থেকে তিনদিন ব্যাপী জি-২০ সামিট (G-20 Summit) বসতে চলেছে দিল্লিতে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এই বৈঠকে সামিল হবেন। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই কেন্দ্রীয় সরকার (Central Government) ও দিল্লি সরকার (Delhi Government) যৌথভাবে আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর রাজধানী ‘লক’ করার সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি মন্ত্রক, অফিসে ছুটি ঘোষণা

দিল্লিতে ট্রাফিক ব্যবস্থার হল যে খুব খারাপ, তা কম-বেশি সকলেরই জানা। জি-২০ বৈঠক চলাকালীন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের যাতে সেই ট্রাফিক সমস্যায় পড়তে না হয়, সে ব্যাপারে তৎপর কেন্দ্রীয় সরকার। তাই আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর সমস্ত সরকারি স্কুল, সরকারি অফিস-সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারি দফতরে ছুটি ঘোষণা করেছে কেন্দ্র। এমনকি কেন্দ্রীয় সরকার সমস্ত মন্ত্রক এবং দফতরও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বেসরকারি স্কুল-অফিসে ছুটি

বিভিন্ন স্কুল, অফিসে বন্ধের ব্যাপারে ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে দিল্লি সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর দিল্লির সমস্ত বেসরকারি অফিস এবং বেসরকারি স্কুল কলেজ বন্ধ থাকবে। অর্থাৎ দিল্লিতে সরকারি অফিস, স্কুলের পাশাপাশি সমস্ত বেসরকারি অফিস, স্কুল এই তিন দিন বন্ধ থাকবে। তবে মেট্রো চলাচলের উপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। কেবল গুরুত্বপূর্ণ স্টেশন গুলিতে প্রবেশ ও বাহির পথে কড়া নিরাপত্তা থাকবে।

সমস্ত ব্যাঙ্ক বন্ধ

আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর দিল্লির সমস্ত বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। অর্থাৎ এই তিন দিন নেট ব্যাংকিং ও এটিএম পরিষেবা চালু থাকলেও ব্যাঙ্কে কোনও কাজ হবে না। এমনকি রোডের উপর বিভিন্ন দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠানও বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে দিল্লি সরকার। ব্যাঙ্কে বিশেষ কোনও প্রয়োজন থাকলে এবং জরুরি কেনাকাটা থাকলে সেগুলি ৮ সেপ্টেম্বরের আগে করে নিতে হবে।

৩৫টি হোটেলে বুকিং করেছে বিদেশমন্ত্রক

দিল্লিতে আয়োজিত জি-২০ বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসবেন। তাঁদের থাকার জন্য দিল্লির বড়-বড় ৩৫টি হোটেল বুকিং করেছে বিদেশ মন্ত্রক। যার মধ্যে রয়েছে টাচ প্যালেস, হোটেল তাজমহল, লো মেরিডিয়ান-এর মত পাঁচতারা হোটেল। আগামী ৮ থেকে ১০ ডিসেম্বর, তিনদিন এই হোটেলগুলি বুকিং করা হয়েছে বিদেশে মন্ত্রকের তরফ থেকে। স্বাভাবিকভাবেই এই তিনদিন এই হোটেলগুলিতে অন্য কোনও গেস্টের জন্য নিষেধাজ্ঞা জারি হয়েছে।

জি-২০ বৈঠকে কোন কোন দেশ সামিল?

ভারতের সভাপতি কে এবারের জি-২০ বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, আর্জেন্টিনা, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, চিন, জাপান, ইন্দোনেশিয়া, রাশিয়া তুরস্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেন, সৌদি আরব এবং অস্ট্রেলিয়া সামিল হয়েছে। এছাড়া অতিথি দেশ হিসেবে বাংলাদেশ, ওমান, সিঙ্গাপুর, স্পেন, নাইজিরিয়া-সহ বেশ কয়েকটি দেশ রয়েছে।