ECI: এবার নির্বাচন কমিশনের ন্যাশনাল আইকন হচ্ছেন সচিন তেন্ডুলকর
Sachin Tendulkar: ভারতীয় ক্রিকেটে তথা বিশ্ব ক্রিকেটে সচিন তেন্ডুলকরের অবদান অনস্বীকার্য। গোটা দেশের ক্রিকেট ভক্তরা তাঁকে ভগবান-সম মানেন। আর এবার সচিনের সেই জনপ্রিয়তাকেই ব্যবহার করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন।
নয়া দিল্লি: এবার জাতীয় নির্বাচন কমিশনের ‘ন্যাশনাল আইকন’ করা হচ্ছে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে। কিংবদন্তী ক্রিকেটারের সঙ্গে আগামিকাল (বুধবার) একটি মৌ চুক্তি সই করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আগামী তিন বছরের জন্য সচিনকে ন্যাশনাল আইকন করছে জাতীয় নির্বাচন কমিশন। ভারতীয় ক্রিকেটে তথা বিশ্ব ক্রিকেটে সচিন তেন্ডুলকরের অবদান অনস্বীকার্য। গোটা দেশের ক্রিকেট ভক্তরা তাঁকে ভগবান-সম মানেন। আর এবার সচিনের সেই জনপ্রিয়তাকেই ব্যবহার করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। মূলত শহরাঞ্চলের ভোটারদের ও যুব সমাজকে ভোটদানের প্রতি আরও বেশি করে উৎসাহিত করতে জাতীয় নির্বাচন কমিশনের এই পদক্ষেপ।
উল্লেখ্য, শহরাঞ্চলের ক্ষেত্রে ভোটদানের হার অনেকটাই কম। বিগত বছরগুলিতে বিভিন্ন ভোটের পরিসংখ্যান থেকেই তা স্পষ্ট। একইসঙ্গে যুব সমাজেরও একটি অংশের মধ্যে একই ছবি। সেই পরিসংখ্যানেই এবার বদল আনতে সচিন তেন্ডুলকরের সাহায্য নিতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। শহরাঞ্চল ও যুব ভোটারদের ভোটদানে আগ্রহী করে তুলতে সচিনকে ন্যাশনাল আইকন করছে কমিশন। আগামিকাল রাজধানী দিল্লির রঙ্গভবনে এই মৌ চুক্তি স্বাক্ষরিত হবে।
সামনেই দেশে লোকসভা নির্বাচন। হাতে আর বেশি সময়ও নেই। সঠিক সময়ে ভোট হলে হাতে বাকি আর ৭-৮ মাস। সচিনকে ন্যাশনাল আইকন করা হলে, আসন্ন লোকসভা নির্বাচনে ভোটারদের ভোটদানে অংশগ্রহণ আরও বাড়বে বলে মনে করছে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, ন্যাশনাল আইকন-এর ধারণা জাতীয় নির্বাচন কমিশনে নতুন কিছু নয়। এর আগে ২০২২ সালে নির্বাচন কমিশনের জাতীয় আইকন ছিলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। তার আগে ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল আইকন না থাকলেও ভোটের হার বাড়াতে মহেন্দ্র সিং ধোনি, মেরি কম, আমির খানদের মুখ ব্যবহার করা হয়েছিল। আর এবার সচিন তেন্ডুলকরকে ন্যাশনাল আইকন করছে জাতীয় নির্বাচন কমিশন।