Gujarat Flood: জলের তোড়ে ভাসল গাড়ি, কোনওমতে প্রাণে বাঁচার চেষ্টা পথচারীদের, দেখুন ভয়ঙ্কর ভিডিয়ো
Weather Forecast: প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। নদী, বাঁধের আশেপাশে যেতে নিষেধ করা হয়েছে। নীচু জায়গা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।
আহমেদাবাদ: উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের পর এবার বন্যা (Flood) পরিস্থিতি গুজরাটেও (Gujarat)। লাগাতার ভারী বৃষ্টিতে জলমগ্ন প্রায় গোটা গুজরাট। রাজ্য়ের দক্ষিণ ও সৌরাষ্ট্র অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জলে ডুবে গিয়েছে একাধিক গ্রাম। জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে বিভিন্ন নদী ও বাঁধে।
বিগত এক সপ্তাহ ধরেই মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভাসছিল গুজরাট। শনিবার রাজ্যজুড়ে দিনভর ভারী বৃষ্টি হয়। এরফলে একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়ে। মৌসম ভবনের তরফে গুজরাটে লাল সতর্কতা জারি করা হয়েছে। আজ সারাদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গুজরাটের পাশাপাশি মহারাষ্ট্রেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্রে জারি ছিল কমলা সতর্কতা। আজ তা পরিবর্তন করে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। থানে ও পালঘরে লাল সতর্কতার বদলে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
#Floods trying to wash away people in #Junagarh #Gujarat#HeavyRains #Junagadh #GujaratRain #Gujarat pic.twitter.com/F7MeX7WKgi
— Anil Kumar Verma (@AnilKumarVerma_) July 22, 2023
ভারী বৃষ্টির জেরে গুজরাটের অধিকাংশ জায়গাই জলমগ্ন হয়ে গিয়েছে। এর ফলে ব্যাপক যানজট হয়। বৃষ্টিতে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে নভসারি ও জুনাগড়। মাত্র ৮ ঘণ্টাতেই ২১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এরফলে কোমর সমান জল জমে গিয়েছে অধিকাংশ জায়গায়। জুনাগড়ে জমা জলে চারজন ডুবে গিয়েছে বলে জানা গিয়েছে।
Streets converted in river in #Junagarh #Floods #Gujarat pic.twitter.com/vvsfqeNaxQ
— Truth Reporting (@truth_reporting) July 22, 2023
জলস্রোতে গাড়ি ভেসে যেতেও দেখা গিয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। নদী, বাঁধের আশেপাশে যেতে নিষেধ করা হয়েছে। নীচু জায়গা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।
#WATCH | Flood like situation in parts of Gujarat due to torrential rain, NDRF conducts rescue operation in Junagadh (22/07)
(Video source – NDRF) pic.twitter.com/s3B5bGX0fB
— ANI (@ANI) July 23, 2023