Gangstar Atiq Ahmed: হাসপাতালে যাওয়ার পথে হামলা, গুলিবিদ্ধ হয়ে মৃত আতিক ও তাঁর ভাই
গ্যাংস্টার আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফ আহমেদের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল।
প্রয়াগরাজ : ছেলের পর এবার মৃত্যু হল গ্যাংস্টার আতিক আহমেদ (Atiq Ahmed) ও তাঁর ভাই আশরফ আহমেদের (Ashraf Ahmed)। শনিবার প্রয়াগরাজ (Prayagraj) হাসপাতালে শারীরিক পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময়ই আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফ আহমেদের উপর হামলা চলে। তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। সেই গুলিতেই বিদ্ধ হয়ে মৃত্যু হয় গ্যাংস্টার আতিক ও তাঁর ভাই আশরফ আহমেদের। আতিক ও আশরফের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই অবশ্য ৩ জনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
দিন দুয়েক আগেই গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে আসাদ আহমেদের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল। এদিনই আসাদের শেষকৃত্য সম্পন্ন হয়। যদিও ছেলের শেষকৃত্যে যেতে পারেননি আতিক। তবে ছেলের মৃত্যুর বদলা নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন আতিক। কিন্তু, সেই হুঁশিয়ারি বাস্তবায়িত হওয়ার আগেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল উত্তরপ্রদেশের কুখ্যাত এই গ্যাংস্টারের। আতিকের সঙ্গেই তাঁর ভাই আশরফ আহমেদকে গুলি করে হত্যা করা হয়।
আতিক আহমেদের আইনজীবী বিজয় মিশ্র জানান, প্রয়াগরাজে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফ আহমেদকে। সেই সময়ই ভিড়ের মধ্যে থেকে তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ভাইয়ের। পুলিশ জানায়, খুব কাছ থেকে দুজন আতিক ও আশরফকে গুলি করে বলে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে। অভিযুক্ত ওই দুজন সহ পিস্তলধারী মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আতিক-আশরফ যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখনই তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে পুলিশ সূত্রে খবর।