Modi surname case: স্বস্তি মিলল না গুজরাট হাইকোর্টেও, মোদী পদবি মামলায় খারিজ রাহুলের আবেদন
Modi surname case: গুজরাট হাইকোর্টেও স্বস্তি পেলেন না রাহুল গান্ধী। শুক্রবার (৭ জুলাই), 'মোদী পদবি' নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তাঁকে দোষী সাব্যস্ত হওয়া এবং দুই বছরের জেলের সাজাই বহাল রাখল হাইকোর্ট।
আহমেদাবাদ: গুজরাট হাইকোর্টেও স্বস্তি পেলেন না রাহুল গান্ধী। শুক্রবার (৭ জুলাই), ‘মোদী পদবি’ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তাঁকে দোষী সাব্যস্ত হওয়া এবং দুই বছরের জেলের সাজাই বহাল রাখল হাইকোর্ট। ফলে সাংসদ হিসেবে অযোগ্যই থাকলেন রাহুল গান্ধী। ২৩ মার্চ, এক ফৌজদারি মানহানি মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করেছিলেন সুরাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচএইচ ভার্মা। রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এরপর, সেই রায়ের বিরুদ্ধে সুরাটের অতিরিক্ত দায়রা আদালতে আবেদন করেছিলেন রাহুল গান্ধী। ৩ এপ্রিল দায়রা আদালত তাঁর সাজা বহাল রেখেছিল। এদিন দায়রা আদালতের রায়েই সিলমোহল লাগালো হাইকোর্ট। এর আগে রাহুল গান্ধীকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিতেও অস্বীার করেছিল হাইকোর্ট। কংগ্রেস নেতার সামনে এখন হাইকোর্টের উচ্চতর বেঞ্চে আবেদন করার সুযোগ রয়েছে। তবে তিনি এরপর সুপ্রিম কোর্টে আবেদন করবেন বলে শোনা যাচ্ছে।
গুজরাটে হাইকোর্টে রাহুল গান্ধীর আবেদনের শুনানি হয়েছে হেমন্ত প্রচ্ছকের একক বিচারপতির বেঞ্চে। তিনি জানিয়েছেন, রাহুল গান্ধীর দোষী সাব্যস্ত হওয়ার আদেশ স্থগিত ন করা হলে, তাঁর প্রতি কোনও অবিচার করা হবে না। বিচারপতি হেমন্ত প্রচ্ছক বলেন, “দোষী সাব্যস্তের আদেশ স্থগিত করার কোনও যুক্তিসঙ্গত কারণ নেই। নিম্ন আদালতরে আদেশ ন্যায্য, যথাযথ এবং আইনগত দিক থেকে সঠিক। এই আদেশে হস্তক্ষেপ করার প্রয়োজন নেই।” বিচারপতি আরও জানান, অত্যন্ত বিরল ক্ষেত্রে দোষী সাব্যস্ত হওয়ার আদেশ স্থগিত করা হয়। তবে, তা করা হয় একেবারেই ব্যতিক্রমী মামলার ক্ষেত্রে, এটা কোনও নিয়ম নয়। বিচারপতি আরও বলেন, “তাঁর বিরুদ্ধে অন্তত ১০টি ফৌজদারি মামলার বিচার চলছে। বর্তমান মামলাটির পরেও, তাঁর বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। বীর সাভারকরের নাতিও এরকম একটি মামলা দায়ের করেছেন। তাঁকে দোষী সাব্যস্ত করাটা কোনও অন্যায় নয়। তাঁকে দোষী সাব্যস্ত করার রায়টি ন্যায়সঙ্গত এবং সঠিক। তাই তাঁর আবেদনটি খারিজ করা হল”
‘মোদী পদবি’ মামলায় এদিন গুজরাট হাইকোর্টের রায় আসার পরই কংগ্রেস জানিয়েছে, এই আদেশ প্রত্যাশিতই ছিল। কংগ্রেস নেতা সুখজিন্দর রণধাওয়া বলেন, “এটি কোনও ধাক্কা নয়। রাহুল গান্ধী আরও শক্তিশালী হয়ে সংসদে ফিরবেন। ২০২৪ সালে কংগ্রেসই সরকার গঠন করবে। এদিনের রায়ের পর, রাহুল গান্ধী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন।” গুজরাট হাইকোর্ট রাহুল গান্ধীর আবেদন খারিজ করে দিলেও, এখনই তাঁকে গ্রেফতার করা যাবে না। আগেই তাঁর কারাদণ্ড সাময়িকভাবে স্থগিত রেখেছে সুরাটর এক আদালত। তবে, ২ বছরের কারাদণ্ড হওয়ার কারণে, সাংসদ হিসেবে অযোগ্য হওয়ার পাশাপাশি আগামী ৬ বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তিনি।