Uttarakhand: ভারী বৃষ্টিতে ধস উত্তরাখণ্ডে, মৃত্যু হল ২ জনের, চারধাম যাত্রীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রী ধামীর

Landslide: রবিবারই রাজ্যের বিপর্যয় মোকাবিলা কন্ট্রোল রুমে যান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। সেখানে দাঁড়িয়ে তিনি গোটা পরিস্থিতির পর্যালোচনা করেন। চার ধামের যাত্রীরা যেন যাত্রার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করেন, তার অনুরোধ করেন।

Uttarakhand: ভারী বৃষ্টিতে ধস উত্তরাখণ্ডে, মৃত্যু হল ২ জনের, চারধাম যাত্রীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রী ধামীর
রাস্তা সাফ করার কাজ চলছে।Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2023 | 7:32 AM

দেহরাদুন: পুরোদমে ঢুকে পড়েছে বর্ষা। দেশজুড়েই চলছে হালকা থেকে ভারী বৃষ্টিপাত। এদিকে, ভারী বৃষ্টি নামতেই উত্তরাখণ্ডে বিপত্তি। ভারী বৃষ্টিতে মৃত্যু হল কমপক্ষে দুইজনের। একাধিক জায়গায় বৃষ্টির জেরে ভূমিধস, রাস্তা বন্ধ হয়ে যাওয়ার মতো খবরও মিলেছে। উত্তরাখণ্ডের (Uttarakhand) একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা (Orange Alert)। রবিবার দিনভর ভারী বৃষ্টিপাতের পর আজও একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে, জারি রয়েছে চার ধাম যাত্রা। ভারী বর্ষার মধ্যে চার ধাম দর্শনের ক্ষেত্রে পুণ্যার্থীদের সতর্কতা অবলম্বন করতে বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। রবিবার তিনি বলেন, পুণ্য়ার্থীরা যেন চার ধাম যাত্রা শুরু করার আগে অবশ্যই আবহাওয়ার পূর্বাভাস দেখে নেন।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার দিনভর নৈনিতাল, চম্পায়ত, পিথোরাগড়, বাগেশ্বর, দেহরাদুন, তেহরি ও পৌরি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। আজও সারাদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই অঞ্চলগুলিতে। লাগাতার বৃষ্টির জেরে একাধিক জায়গায় ভূমিধস নেমেছে, বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। গঙ্গা সহ উত্তরাখণ্ড দিয়ে প্রবাহিত একাধিক নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে।

রবিবারই রাজ্যের বিপর্যয় মোকাবিলা কন্ট্রোল রুমে যান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। সেখানে দাঁড়িয়ে তিনি গোটা পরিস্থিতির পর্যালোচনা করেন। চার ধামের যাত্রীরা যেন যাত্রার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করেন, তার অনুরোধ করেন। তিনি বলেন, “আমি সকল পুণ্য়ার্থীদের কাছে অনুরোধ করছি, যদি আবহাওয়া খারাপ হয়, তবে সঙ্গে সঙ্গে যাত্রা বন্ধ করে দিন। যাত্রা শুরু করার আবেগ মৌসম ভবনের পূর্বাভাসও অবশ্যই দেখে নেবেন”। নদীর পাড়ে যারা বসবাস করেন, তাদেরও অতিরিক্ত সতর্ক থাকতে বলেন মুখ্যমন্ত্রীর। প্রশাসনিক আধিকারিকদের ত্রাণ শিবিরের ব্য়বস্থাও করতে বলেছেন তিনি।

এদিকে, ভারী বৃষ্টির জেরে রবিবার রুদ্রপ্রয়াগে ধস নামে। পাথরের নীচে চাপা পড়ে যায় তিনটি গাড়ি। ধসে চাপা পড়ে অনিল বিস্ত (৫০) নামক এক ব্যক্তির মৃত্যু হয়। তাঁর গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছিল পাথরের আঘাতে। বাকি দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, উত্তরাকাশী জেলার পুরোলা তেহশিলে বৃষ্টির মধ্য়ে ধান রোপণ করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয় অভিষেক নামক ২০ বছরের এক যুবকের। আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।