Jammu and Kashmir: সম্পূর্ণ পরাস্ত সন্ত্রাসবাদ, স্বাধীনতা দিবসে ব্যতিক্রমী ছবি জম্মু-কাশ্মীরে
Jammu and Kashmir Independence Day 2023: স্বাধীনতা দিবসের জম্মু-কাশ্মীর মানেই নিরাপত্তার বজ্র আঁটুনি। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রেও থাকত বহু বিধিনিষেধ। এতদিনের পরিচিত ছবিটা এবার পুরো বদলে গিয়েছে।
শ্রীনগর: অনুচ্ছেদ ৩৭০ বাতিলের সিদ্ধান্ত ঠিক ছিল না ভুল, তা নিয়ে এখনও মামলা চলছে সুপ্রিম কোর্টে। তবে, গত ৪ বছরে জম্মু-কাশ্মীর যে অনেকটাই বদলে গিয়েছে, তাতে কোনও সন্দেহ নেই। আর এই ইতিবাচক বদলের স্পষ্ট ছবি দেখা গেল ৭৭তম স্বাধীনতা দিবসে। এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রীনগরের বকশী স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। সরকারি কর্তা এবং কর্মচারীদের এই অনুষ্ঠানে যোগ দেওয়া ছিল বাধ্যতামূলক। তবে, সাধারণ মানুষের কোনও বাধ্যবাধকতা ছিল না। আবার এই অনুষ্ঠানে প্রবেশে নাগরিকদের কোন বিধিনিষেধও ছিল না। উপচে পড়ল ৪৫,০০০ দর্শকাসনের বকশী স্টেডিয়াম। স্টেডিয়ামের বাইরে দীর্ঘ লাইন পড়ে যায়। এমনকি, শ্রীনগরের লাল চকেও বহু মানুষকে দেখা গিয়েছে তেরঙ্গা পতাকা নাড়াতে।
Glimpse of Independence Day In Jammu & Kashmir 🇮🇳 pic.twitter.com/PzweA8HMs5
— Vishakha (@ArVishakh21) August 15, 2023
দীর্ঘদিন ধরে, স্বাধীনতা দিবসের জম্মু-কাশ্মীর মানেই নিরাপত্তার বজ্র আঁটুনি। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রেও থাকত বহু বিধিনিষেধ। জাতীয় পতাকা নিয়ে মিছিল বা অন্য কোনও কর্মসূচি ভাবাই যেত না। সম্পূর্ণ বন্ধ করা থাকত ইন্টারনেট। এতদিনের পরিচিত ছবিটা বদলে গিয়েছে। শ্রীনগর এবং জম্মু-সহ রাজ্যের অন্যান্য অংশে, বিশেষ করে গুরুত্বপূর্ণ রাস্তাগুলির বিভিন্ন জায়গায় কড়া নিরাপত্তা ছিল। তবে, তাতে সাধারণ মানুষের স্বাধীনতা দিবস পালনে কোনও বাধা পড়েনি। কাশ্মীর উপত্যকার মানুষও জাতীয় পতাকার সঙ্গে সেলফি তুলে পোস্ট করেছেন হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে। কারণ ইন্টারনেটও বন্ধ ছিল না। জম্মুতে, জাতীয় পতাকা উত্তোলন করেন উপ-রাজ্যপাল মনোজ সিনহার প্রধান উপদেষ্টা রাজীব রাই ভাটনগর। তিনি বলেন, “গত ৪ বছরে এক নতুন যুগের উত্থানের সাক্ষী হয়েছে জম্মু ও কাশ্মীর। সম্প্রীতি, উন্নয়ন এবং সমৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে এই যুগ।”
Independence Day celebrations near Kaman Aman Setu at India-Pakistan border in Uri sector of Jammu & Kashmir#HarGharTiranga #IndependenceDay2023 pic.twitter.com/OvAQrPlQ6B
— JK CHANNEL (@jkchanneltv) August 15, 2023
VIDEO | Rayees Mattoo, the brother of Hizbul Mujahideen terrorist Javed Mattoo, waves the national flag at his residence in Jammu and Kashmir’s Sopore ahead of the 77th Independence Day.
“I waved the tricolour from my heart. There was no pressure from anyone,” says Rayees… pic.twitter.com/9Lv8wVFCAQ
— Press Trust of India (@PTI_News) August 14, 2023
ভারত-পাক সীমান্তবর্তী উরি সেক্টরেও এদিন উড়েছে তেরঙ্গা। উরির কামান আমান সেতু এলাকায় স্থানীয় স্কুল শিক্ষার্থীরা জাতীয় পতাকা হাতে বিশাল মিছিল বের করেছিল। বস্তুত, স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সোমবারই রাজ্যের বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা নিয়ে মিছিল বের হয়েছিল। পাশাপাশি, গেরুয়া, সাদা ও সবুজ রঙের আলোয় সাজানো হয় রাজ্যের সমস্ত সরকারি অফিস এবং ভবনগুলি। উপত্যকার অনেক নিহত জঙ্গি এবং সক্রিয় জঙ্গির পরিবারবর্গকেও দেখা গিয়েছে ভারতের জাতীয় পতাকা হাতে স্বাধীনতা দিবস উদযাপনে সামিল হতে। সব মিলিয়ে এদিন উপত্যকায় স্বাধীনতার কাছে পরাস্ত হল সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদীদের প্রতি স্পষ্ট বার্তা দিলেন জম্মু ও কাশ্মীরের মানুষ।