My India My Life Goals: গ্রিন ওয়ারিয়র্সদের সম্মান জানাল টিভি৯
কেন্দ্রীয় মন্ত্রী মীণাক্ষী লেখিও এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক কী ভাবে দেশ জুড়ে পরিবেশ নিয়ে সতেচনতা প্রচার করছে তা তুলে ধরেন তিনি।
নয়াদিল্লি: স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষ্যে ভারত সরকার পরিবেশ সংক্রান্ত একটি উদ্যোগ নিয়েছে। এই উপলক্ষ্যে পরিবেশ সংক্রান্ত উদ্যোগ নিয়েছে টিভি৯ নেটওয়ার্ক। ‘মাই ইন্ডিয়া মাই লাইফ গোলস’ নামের সেই উদ্যোগের অধীনে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পরিবেশ নিয়ে কাজ করা ব্যক্তিত্বদের সম্মান জানাচ্ছে টিভি৯। শুক্রবার রাজধানী নয়াদিল্লিতে এ নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই মূল্যবান বক্তব্য রেখেছেন একাধিক জন।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে পরিবেশ বিশেষজ্ঞ রেশমি জানিয়েছেন, ভারতে পরিবেশ সচেতনতায় বদল এসেছে। প্রধানমন্ত্রীও জি২০ সম্মেলনে পরিবেশ সচেতনতার বিষয়ে জোর দিয়েছেন। পাশ্চাত্যের দেশগুলির ভারতের থেকে শেখা উচিত বলেও মনে করেন তিনি। ফ্যাশন ডিজাইনার রিতু বেরি জানিয়েছেন, বিশ্ব এখন গ্রিন ফ্যাশনের দিকে হাঁটছে। কিন্তু ভারত আগেই এই পথে হেঁটেছে বলে দাবি করেছেন তিনি। খাদির ব্যবহার বাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে উদ্যোগ নিয়েছিলেন তারও প্রশংসা শোনা গিয়েছে রিতুর মুখে।
কেন্দ্রীয় মন্ত্রী মীণাক্ষী লেখিও এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক কী ভাবে দেশ জুড়ে পরিবেশ নিয়ে সতেচনতা প্রচার করছে তা তুলে ধরেন তিনি।