Meghalaya, Nagaland Elections 2023 Live: শান্তিপূর্ণভাবেই সম্পন্ন ভোটগ্রহণ, বিপুল ভোট পড়ল মেঘালয় ও নাগাল্যান্ডে

| Edited By: | Updated on: Feb 27, 2023 | 8:55 PM

Meghalaya and Nagaland Assembly Polls 2023 Voting Live Updates: নাগাল্যান্ড ও মেঘালয় বিধানসভা নির্বাচনে সোমবার ভোটগ্রহণ। ৫৯ টি কেন্দ্রে হবে ভোটগ্রহণ

Meghalaya, Nagaland Elections 2023 Live: শান্তিপূর্ণভাবেই সম্পন্ন ভোটগ্রহণ, বিপুল ভোট পড়ল মেঘালয় ও নাগাল্যান্ডে
গ্রাফিক্স : টিভি৯ বাংলা

শিলং ও কোহিমা: সোমবার ভোটগ্রহণ উত্তর-পূর্বের দুই রাজ্যে। মেঘালয় ও নাগাল্যান্ডে ৬০ টি বিধানসভা কেন্দ্র। তবে এ দিন দুই রাজ্যেরই ৫৯ টি আসনে ভোটগ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে। মেঘালয়ে মোট ২১ লক্ষ ভোটার আজ ৩৬৯ জন প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করবেন। শাসক দল ন্যাশনাল পিপলস পার্টি ফের একবার ক্ষমতা দখলের জন্য লড়াই করবে। জমি ছাড়তে নারাজ বিজেপিও। যদিও বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, বিরোধী ভোটে ভাল মতো ভাগ বসাতে পারে তৃণমূল কংগ্রেস। যদিও তৃণমূলের আশা, তারাই মেঘালয়ে এবার সরকার গঠন করবে। অন্যদিকে নাগাল্যান্ডে ১৩ লক্ষ ভোটার আজ গণতান্ত্রিক পদ্ধতিতে ১৮৩ জন প্রার্থীর মধ্যে থেকে নিজেদের প্রতিনিধিদের বেছে নেবেন। এখানে জোট বেঁধে লড়ছে ক্ষমতাসীন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (NDPP) ও বিজেপি। এনডিপিপি ৪০ টি আসনে লড়ছে। আর বিজেপি লড়ছে ২০ টি আসনে। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭ টা থেকে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত। আর ফলাফল প্রকাশ হবে ২ মার্চ।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 27 Feb 2023 06:30 PM (IST)

    মেঘালয় ও নাগাল্যান্ডে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৪.৩২ শতাংশ ও ৮১.৯৪ শতাংশ

    মেঘালয় ও নাগাল্যান্ডে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৪.৩২ শতাংশ ও ৮১.৯৪ শতাংশ। যা দুই পাহাড়ি রাজ্যে রেকর্ড।

  • 27 Feb 2023 04:00 PM (IST)

    দুপুর ৩টে পর্যন্ত মেঘালয় ও নাগাল্যান্ডে ভোট পড়েছে ৬৩.৯১ ও ৭২.৯৯ শতাংশ

    দুপুর ৩টে পর্যন্ত মেঘালয় ও নাগাল্যান্ডে ভোট পড়েছে ৬৩.৯১ ও ৭২.৯৯ শতাংশ।

  • 27 Feb 2023 03:58 PM (IST)

    মোটের উপর শান্তিপূর্ণভাবেই চলছে মেঘালয় ও নাগাল্যান্ডের নির্বাচন

    মোটের উপর শান্তিপূর্ণভাবেই চলছে মেঘালয় ও নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচন।

  • 27 Feb 2023 01:58 PM (IST)

    দুপুর ১টা পর্যন্ত নাগাল্যান্ড ও মেঘালয়ে ভোট পড়েছে ৫৭.৬ শতাংশ ও ৪৪.৭৩ শতাংশ

    দুপুর ১টা পর্যন্ত নাগাল্যান্ডে ভোট পড়েছে ৫৭.৬ শতাংশ এবং মেঘালয়ে ভোট পড়েছে ৪৪.৭৩ শতাংশ।

  • 27 Feb 2023 01:43 PM (IST)

    ভোট দিলেন কনরাড সাংমা

  • 27 Feb 2023 01:41 PM (IST)

    ভোট দিলেন মুকুল সাংমার মেয়ে

  • 27 Feb 2023 12:23 PM (IST)

    Nagaland Assembly Election: ভোট দিলেন মুখ্যমন্ত্রী নেইফিউ রিও

  • 27 Feb 2023 12:22 PM (IST)

    Nagaland Assembly Election: সকাল ১১ টা অবধি নাগাল্যান্ডে ভোট পড়ল ৩৫.৭৬ শতাংশ

  • 27 Feb 2023 12:21 PM (IST)

    Meghalaya Assembly Election: সকাল ১১ টা অবধি মেঘালয়ে ভোট পড়ল ২৬.৭০ শতাংশ

  • 27 Feb 2023 11:08 AM (IST)

    জয়ের আশা বিজেপি প্রধানের

    মেঘালয় বিধানসভা নির্বাচনে ভোট দিলেন বিজেপির প্রধান আর্নেস্ট মাউরি। তিনি বলেন, “আমি মনে করি, আমার ও মানুষের ভোট ঠিক করবে পশ্চিম শিলং কেন্দ্র থেকে আমি বিধায়ক হব।”

  • 27 Feb 2023 10:03 AM (IST)

    Nagaland Assembly Election: সকাল ৯ টা পর্যন্ত নাগাল্যান্ডে ভোট পড়ল ১৫.৭৬ শতাংশ

  • 27 Feb 2023 10:02 AM (IST)

    Meghalaya Assembly Election: সকাল ৯ টা পর্যন্ত মেঘালয়ায় ভোট পড়ল ১২.০৬ শতাংশ

  • 27 Feb 2023 10:01 AM (IST)

    Nagaland Assembly Election: ভোট দিলেন উপ-মুখ্যমন্ত্রী

    উপ-মুখ্যমন্ত্রী ইয়ানথাঙ্গো প্যাটন টিয়ুইতে ভোট দিলেন।

  • 27 Feb 2023 09:59 AM (IST)

    Meghalaya Assembly Election: ভোট দিলেন বিজেপি প্রার্থী

  • 27 Feb 2023 09:57 AM (IST)

    Meghalaya Assembly Election: প্রথম ৫ ভোটার পেলেন স্মারক

    মেঘালয়ে উৎসবের মেজাজে চলছে ভোটগ্রহণ। এখানে প্রথম পাঁচজন ভোটারের হাতে তুলে দেওয়া হল স্মারক। জনগণের মধ্যে তাড়াতাড়ি গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসাহ বাড়াতেই এহেন পদক্ষেপ করা হয়েছে।

  • 27 Feb 2023 08:34 AM (IST)

    Nagaland Assembly Election: বুথের বাইরে লাইন ভোটদাতাদের

    শামাতোর জেলায় ভোট দিতে গিয়েছেন বাসিন্দারা। বুথের বাইরে জনগণের লম্বা লাইন।

  • 27 Feb 2023 08:16 AM (IST)

    মেঘালয়ের ৫৯ টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ

  • 27 Feb 2023 07:34 AM (IST)

    ভোট দেওয়ার আর্জি মোদীর

  • 27 Feb 2023 07:30 AM (IST)

    তুরাতে চলছে ভোটগ্রহণ

    মেঘালয়ের তুরায় পোলিং স্টেশনের বাইরে ভোটারদের লম্বা লাইন।

  • 27 Feb 2023 07:11 AM (IST)

    মেঘালয় ও নাগাল্যান্ডে শুরু হল ভোটগ্রহণ

    কড়া নিরাপত্তায় মেঘালয় ও নাগাল্যান্ডের ৫৯ টি আসনে শুরু হল ভোটগ্রহণ প্রক্রিয়া।

  • 27 Feb 2023 06:40 AM (IST)

    নির্বাচনী আধিকারিকদের প্রশংসায় মোদী

    মেঘালয়ে দুর্গম পথ কয়েক ঘণ্টা ধরে অতিক্রম করে পোলিং বুথে পৌঁছে যাচ্ছেন নির্বাচনী অফিসাররা। তাঁদের এই প্রচেষ্টার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

  • 27 Feb 2023 06:36 AM (IST)

    সকাল ৭ টা থেকে শুরু ভোটগ্রহণ

    উত্তর-পূর্বের দুই রাজ্যেই সকাল ৭ টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। চলবে বিকেল ৪ টে পর্যন্ত।

Published On - Feb 27,2023 6:30 AM

Follow Us: