HP Flash Flood: ভিডিয়ো: ভয় ধরাচ্ছে বিয়াস, স্রোতের টানে ভেসে গেল জাতীয় সড়ক, ২৪ ঘণ্টাতেই মৃত ৫

Himachal Pradesh: হিমাচল প্রদেশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভারী বৃষ্টি ও ধসের কারণে মোট ১৩৩টি পাহাড়ি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। কুলু জেলা প্রশাসনের তরফে ১১ জুলাই অবধি শ্রীখণ্ড মহাদেব যাত্রা বন্ধ রাখা হয়েছে।

HP Flash Flood: ভিডিয়ো:  ভয় ধরাচ্ছে বিয়াস, স্রোতের টানে ভেসে গেল জাতীয় সড়ক, ২৪ ঘণ্টাতেই মৃত ৫
হড়পা বানে ভেঙে গেল জাতীয় সড়ক।Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2023 | 1:17 PM

কুলু:  ভরা বর্ষায় চরম বিপত্তি হিমাচল প্রদেশে(Himachal Pradesh)। বিপদের আশঙ্কায় লাল সতর্কতা (Red Alert) আগেই জারি করা হয়েছিল। ভারী বৃষ্টির জেরে এবার ধুয়ে গেল জাতীয় সড়কের (National Highway) একটি বড় অংশ। এর ফলে মান্ডি ও কুলুর মধ্যে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। জাতীয় সড়কের উপরে আটকে গিয়েছে বহু গাড়ি। ইতিমধ্যেই শুরু হয়েছে রাস্তা সারাইয়ের কাজ। অন্যদিকে, গত ২৪ ঘণ্টাতেই ৫ জনের মৃত্য়ু হয়েছে হিমাচল প্রদেশে।

জানা গিয়েছে, হিমাচল প্রদেশের কুলু জেলায় বিয়াস নদী লাগোয়া যে জাতীয় সড়কটি রয়েছে, তাতে এদিন ধস নামে। ভারী বৃষ্টির জেরেই পাহাড় থেকে ধস নামে। হড়পা বান ও ধসের জেরে জাতীয় সড়কের একটি বড় অংশ ভেঙে নদীতে মিশে যায়। অল্পের জন্য রক্ষা পায় বেশ কয়েকটি পর্যটকদের গাড়ি। তাদের ক্য়ামেরাতেই ধরা পড়েছে রাস্তা ভেঙে যাওয়ার ভয়াবহ দৃশ্য।

মৌসম ভবনের তরফে হিমাচল প্রদেশের সাতটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী তিনদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলেই জানানো হয়েছে। ইতিমধ্যেই ভারী বৃষ্টির জেরে সিমলা, লাহুল, স্পিতি, চাম্বা ও সোল সহ একাধিক জায়গায় ভূমিধস ও হড়পা বানের খবর মিলেছে। বিয়াস সহ একাধিক নদীর জল বিপদসীমার উপর থেকে প্রবাহিত হচ্ছে।

হিমাচল প্রদেশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভারী বৃষ্টি ও ধসের কারণে মোট ১৩৩টি পাহাড়ি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। কুলু জেলা প্রশাসনের তরফে ১১ জুলাই অবধি শ্রীখণ্ড মহাদেব যাত্রা বন্ধ রাখা হয়েছে। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, চলতি বর্ষার মরশুমে ৩৬২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হিমাচল প্রদেশে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩ জন সিমলার এবং চাম্বা ও কুলু জেলায় ১ জন করে মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই কাঙ্গরা, মান্ডি ও সিমলায় রাজ্য় ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল পাঠানো হয়েছে।