New Parliament Building: ভূমিকম্প হলেও ক্ষতি হবে না, কী কী আছে মোদীর স্বপ্নের ১২০০ কোটির নতুন সংসদ ভবনে?

New Parliament Building: টাটা গোষ্ঠীর নেতৃত্বে নয়া সংসদ ভবনটি ভূমিকম্প-প্রতিরোধী হিসাবে গড়ে তোলা হয়েছে। এটি নির্মাণের জন্য প্রথমে ৮৬১.৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। পরে সেই খরচ বেড়ে দাঁড়ায় ১২০০ কোটি টাকা।

New Parliament Building: ভূমিকম্প হলেও ক্ষতি হবে না, কী কী আছে মোদীর স্বপ্নের ১২০০ কোটির নতুন সংসদ ভবনে?
নতুন সংসদ ভবন।
Follow Us:
| Edited By: | Updated on: May 16, 2023 | 8:00 PM

নয়া দিল্লি: ইতিহাস হতে চলেছে ব্রিটিশ আমলে নির্মিত সংসদ ভবনটি। চলতি মাসেই দ্বারোদ্ঘাটন হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) স্বপ্নের নয়া সংসদ ভবন (New Parliament Building)। চলতি মাসেই মোদী সরকারের (Modi Govt) ৯ বছর পূর্ণ হবে। সেই উপলক্ষে এই মাসের শেষ সপ্তাহেই নতুন সংসদ ভবনের দ্বারোদ্ঘাটন করা হবে বলে সূত্রের খবর। রাষ্ট্রপতি ভবন থেকে অনতিদূরে সাড়ে ৬৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত এই নতুন সংসদ ভবনটি বর্তমান সংসদ ভবনের থেকে ১৭ হাজার স্কোয়ার ফুট বড়। স্বাভাবিকভাবেই সাংসদদের আলাদা ঘর থেকে শুরু করে কমিটি রুম, লাইব্রেরি, খাবারের জায়গা, বিশেষ পার্কিং স্থানও রয়েছে।

কেন নয়া সংসদ ভবন?

মূলত, ব্রিটিশ আমলে নির্মিত পুরোনো সংসদ ভবনটি জরাজীর্ণ হয়ে গিয়েছে। সেটি সংস্কার করা জরুরি। এছাড়া এই সংসদ ভবনে স্থানাভাবও রয়েছে। সেজন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই নয়া সংসদ ভবনের পরিকল্পনা বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। যদিও সমালোচকদের মতে, ব্রিটিশ স্মৃতি থেকে বেরিয়ে আসতেই নয়া সংসদ ভবনের নির্মাণ।

নয়া সংসদ ভবনে কী কী আছে?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্তিষ্ক-প্রসূত নতুন সংসদ ভবনে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ ছাড়াও প্রতিটি সাংসদদের জন্য পৃথক ঘর রয়েছে। চারতল বিশিষ্ট এই সংসদ ভবনে কেবল সাংসদদের ঘর রয়েছে ১,২২৪টি। সংসদ ভবনে ঢোকার জন্য তিনটি আলাদা দরজা রয়েছে- জ্ঞান দ্বার, শক্তি দ্বার এবং কর্ম দ্বার। সাংসদ, ভিআইপি এবং পরিদর্শক, আধিকারিকেরা তিনটি পৃথক দ্বার দিয়ে সংসদ ভবনে প্রবেশ করবেন। এছাড়া খাবার খাওয়ার জায়গা, কমিটি রুম, লাউঞ্জ লাইব্রেরি, গাড়ি পার্কিংয়ের বিশেষ জায়গা রয়েছে। এখানে আবার বেসমেন্টের নীচে অর্থাৎ আন্ডারগ্রাউন্ড পার্কিং লট রয়েছে। এঅ ভবনের ক্যান্টিনে আবার হরেক রাজ্যের হরেক রকম খাবার রাখারও বন্দোবস্ত করা হচ্ছে।

কেবল বিশাল জায়গা নিয়ে নির্মিত একাধিক ঘর নয়, নয়া সংসদ ভবনের কারুকাজও দেখার মতো। সংসদের দুই কক্ষে সাংসদদের বসার আসন থেকে দেওয়ালের কারুকাজ এককথায় অভাবনীয়। ভবনের ভিতরে দেওয়ালে আদিবাসী ও উপজাতি সম্প্রদায়ের মহিলাদের অবদান কারুকার্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

নয়া সংসদ ভবন নির্মাণের খরচ

টাটা গোষ্ঠীর নেতৃত্বে নয়া সংসদ ভবনটি ভূমিকম্প-প্রতিরোধী হিসাবে গড়ে তোলা হয়েছে। এটি নির্মাণের জন্য প্রথমে ৮৬১.৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। পরে সেই খরচ বেড়ে দাঁড়ায় ১২০০ কোটি টাকা।

New Parliament Building1

নতুন সংসদ ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী। ফাইল ছবি।

প্রসঙ্গত, বর্তমান সংসদ ভবনটি ১৯২৭ সালে নির্মিত হয়েছিল। তারপর প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার চার বছর পর ২০২০ সালে নতুন সংসদ ভবন করার প্রয়োজনীয়তা অনুভব করেন। এরপরই তিনি নতুন সংসদ ভবন নির্মাণের পরিকল্পনা করেন এবং ওই বছরেরই ডিসেম্বরে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর তিন বছরের মধ্যেই দ্বারোদ্ঘাটন হতে চলেছে নয়া সংসদ ভবনের।

গত ৩০ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং নয়া সংসদ ভবন পরিদর্শনে যান। সাংসদদের বসার আসন থেকে গোটা ভবন তিনি খতিয়ে দেখেন এবং নির্মাণ শ্রমিকদের ধন্যবাদ জানান। এই সংসদ ভবন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা মোদী সরকারের মুকুটে যে আরও একটি পালক যোগ করল এবং নয়া ইতিহাস গড়তে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।