PM Modi Gifts To German Chancellor: জার্মান চ্যান্সেলরকে মেঘালয় ও নাগাল্যান্ডের শাল দিলেন মোদী
PM Modi Gifts To German Chancellor: দু'দিনের সফরে ভারতে এসেছেন জার্মান চ্যান্সেলর। তাঁকে মেঘালয় ও নাগাল্যান্ডের শাল দিলেন মোদী।
নয়া দিল্লি: দু’দিনের সফরে ভারতে এসেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। শনিবারই ভারতে পা রেখেছেন তিনি। রাষ্ট্রপতি ভবনে সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। এই সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন তিনি। এই সফরকালে মোদী দিলেন তাঁকে উপহার। সূত্রের খবর, জার্মানির চ্যান্সেলরকে মেঘালয় ও নাগাল্যান্ডের সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী হস্তশিল্প উপহার দিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি স্মৃতি হিসেবে দিয়েছেন মেঘালয় ও নাগাল্যান্ডের শাল।
এদিকে একদিন বাদেই বিধানসভা নির্বাচন মেঘালয় ও নাগাল্যান্ডে। তার আগে সেই দুই রাজ্যের প্রতীকী ও ঐতিহ্যবাহী সামগ্রী অতিথিকে উপহার দিলেন মোদী। তবেই এই প্রথম নয়। গত বছর জি২০-র শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারাও উপস্থিত ছিলেন সেই সম্মেলনে। আর এই বছরের শুরুর দিকে গুজরাট, হিমাচল প্রদেশে নির্বাচন ছিল। সেই জি২০ শীর্ষ সম্মেলনে উপস্থিত রাষ্ট্রনেতাদের ভারতের কারিগরদের তৈরি বিভিন্ন শিল্পকলা, কারুকার্য উপহার দেন মোদী। তার মধ্যে বেশিরভাগই ছিল নির্বাচনমুখী গুজরাট ও উত্তরাখণ্ডের।
PM Narendra Modi gifted symbols of Meghalaya & Nagaland’s culture & craftsmanship to German Chancellor Olaf Scholz.
The designs used in Meghalaya stoles were highly symbolic and held great significance in the tribe’s culture and tradition. pic.twitter.com/8xq18KR0Pe
— ANI (@ANI) February 25, 2023
আজ জার্মানির চ্যান্সেলরের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তাঁদের এই দ্বিপাক্ষিক আলোচনায় ভারত-জার্মান বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গ উঠে এসেছে। এর পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির ফলে গোটা বিশ্বে উদ্ভূত পরিস্থিতির কথাও উঠে আসে তাঁদের আলোচনায়। বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলন থেকে শোলজ বলেছেন, “ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ গোটা বিশ্বে একটি বড় বিপর্যয় নিয়ে এসেছে। কারণ আমরা জানি এই যুদ্ধ অর্থনৈতিক নীতিগুলি লঙ্ঘন করে। প্রায় ১,৮০০ জার্মান সংস্থা ভারতে সক্রিয় এবং হাজার হাজার চাকরি দিয়েছে।” তিনি রাশিয়ার আগ্রাসনকে ভর্ৎসনা করে বলেছেন, “রাশিয়ার আগ্রাসনের প্রভাবে গোটা বিশ্ব ভুগছে। খাদ্য ও জ্বালানির সরবরাহ অবিচ্ছিন্ন রাখতে নিশ্চিত করা হচ্ছে।” তিনি ভারতের প্রশংসায় বলেছেন, “এই সময়ে ভারতের অনেকটা অগ্রগতি হয়েছে। আমাদের দুই দেশের সম্পর্কের জন্য তা ভাল।”