PM Modi-Shah: নিজের বাসভবনে শাহ-নাড্ডার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

Modi-Shah-Nadda meeting: হিমাচল ও উত্তরাখণ্ডের দুর্যোগ-পরিস্থিতি নিয়ে পর্যালোচনার পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী সাংগঠনিক বিষয় নিয়েও দলের দুই কাণ্ডারীর সঙ্গে আলোচনা করেন বলে সূত্রের খবর।

PM Modi-Shah: নিজের বাসভবনে শাহ-নাড্ডার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
নিজের বাসভবনে অমিত শাহ ও জেপি নাড্ডার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ফাইল ছবি।Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2023 | 8:58 PM

নয়া দিল্লি: টানা কয়েকদিনের মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে বিধ্বস্ত হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। গোটা পরিস্থিতিকে ‘রাষ্ট্রীয় বিপর্যয়’ বলে ঘোষণা করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। এবার রাজ্যের গোটা পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডার (J.P Nadda) সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আজ, শনিবার নিজের বাসভবনেই বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। আগামিকাল, রবিবার হিমাচল প্রদেশের পরিস্থিতি সরেজমিনে দেখতে যাবেন জে.পি নাড্ডা।

সূত্রের খবর, দুর্যোগ-বিধ্বস্ত হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নিতেই এদিন নিজের বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডার সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে অমিত শাহর থেকে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের বন্যা পরিস্থিতি সম্পর্কিত বিস্তারিত রিপোর্ট নেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দুর্যোগ-বিধ্বস্ত এই দুই রাজ্যে ত্রাণ বিতরণ এবং উদ্ধারকাজে যাতে কোনও সমস্যা না হয়, সে ব্যাপারে শাহকে তদারকি করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। উদ্ধারকাজ-সহ ত্রাণ বিতরণে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখার ব্যাপারে শাহকে পরামর্শ দিয়েছেন তিনি। আগামিকাল নাড্ডা হিমাচলের পরিস্থিতি সরেজমিনে দেখে প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেবেন বলে সূত্রের খবর।

হিমাচল ও উত্তরাখণ্ডের দুর্যোগ-পরিস্থিতি নিয়ে পর্যালোচনার পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী সাংগঠনিক বিষয় নিয়েও দলের দুই কাণ্ডারীর সঙ্গে আলোচনা করেন বলে সূত্রের খবর। বিশেষত, ৫ রাজ্যে বিধানসভা ভোট আসন্ন। সেই লক্ষ্যে ৫ রাজ্যের রণকৌশল নিয়ে শাহ ও নাড্ডার সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামিকাল মধ্যপ্রদেশ যাচ্ছেন অমিত শাহ। তার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এছাড়া ২০২৪ লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটকে টেক্কা দিতে সংগঠনকে কীভাবে আরও চাঙ্গা করে তোলা যায় এবং লড়াইয়ের ঘুঁটি কীভাবে সাজানো যায়, সেটা নিয়েও এদিন শাহ ও নাড্ডার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে একপ্রস্থ আলোচনা হয় বলে সূত্রের খবর।