Parkash Singh Badal: প্রয়াত পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
মোহালির এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আকালি দলের নেতা প্রকাশ সিং বাদল।
মোহালি: পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আকালি দলের নেতা প্রকাশ সিং বাদল (Prakash Singh Bandal) প্রয়াত হলেন। মঙ্গলবার রাতে মোহালির এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। শ্বাসজনিত সমস্যার জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রকাশ সিং বাদলের ছেলে তথা SAD প্রধান সুখবীর সিং বাদল এবং মেয়ে পরণীত কাউর। বর্ষীয়ান রাজনীতিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
প্রকাশ সিং বাদলের পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন শিরোমনি আকালি দলের নেতা তথা পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। শ্বাসকষ্টজনিক সমস্যার জেরে সপ্তাহ খানেক আগে মোহালির এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। তারপর প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। হাসপাতাল কর্তৃপক্ষও বর্ষীয়ান রাজনীতিকের চিকিৎসার বিশেষ বন্দোবস্ত করেছিলেন। কিন্তু, শেষরক্ষা হল না। এদিন এদিন রাত ৮টা নাগাদ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বর্ষীয়ান রাজনীতিকের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের মৃত্যুতে শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লিখেছেন, “প্রকাশ সিং বাদলজি-র মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ভারতীয় রাজনীতিতে তিনি বিশেষ তাৎপর্যপূর্ণ ছিলেন এবং আমাদের দেশের প্রতি তাঁর বিশেষ অবদান রয়েছে। পঞ্জাবের চরম সময়ে রাজ্যের অগ্রগতিতে তিনি অক্লান্তভাবে কাজ করে গিয়েছেন।”
Extremely saddened by the passing away of Shri Parkash Singh Badal Ji. He was a colossal figure of Indian politics, and a remarkable statesman who contributed greatly to our nation. He worked tirelessly for the progress of Punjab and anchored the state through critical times. pic.twitter.com/scx2K7KMCq
— Narendra Modi (@narendramodi) April 25, 2023
প্রসঙ্গত, পঞ্জাব তথা সমগ্র দেশের রাজনীতিতে বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন আকালি দলের নেতা প্রকাশ সিং বাদল। ১৯৭০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট পাঁচবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন তিনি। যদিও প্রথম দু-দফায় তিনি মেয়াদ সম্পূর্ণ করেননি। তবে পঞ্জাবের রাজনীতিতে ও রাজ্যের অগ্রগতিতে তাঁর বিশেষ অবদান ছিল। এছাড়া এখনও পর্যন্ত পঞ্জাবের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল।