Ricky Kej: ব্রিটিশ অর্কেস্ট্রাকে দিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করালেন ভারতীয় সুরকার, ভিডিয়ো রিপোস্ট প্রধানমন্ত্রীর

Ricky Kej Indian national anthem: ৭৭তম স্বাধীনতা দিবসের দিন ভারতীয় নাগরিকদের এই ভিডিয়ো উপহার দিলেন তিনবারের গ্র্যামি পুরস্কার বিজয়ী ভারতীয় সুরকার রিকি কেজ। লন্ডনের অ্যাবে রোড স্টুডিয়োতে তিনি জাতীয় সঙ্গীতের এই যন্ত্রসঙ্গীত সংস্করণ রেকর্ড করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ভিডিয়োর ভূয়সী প্রশংসা করেছেন।

Ricky Kej: ব্রিটিশ অর্কেস্ট্রাকে দিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করালেন ভারতীয় সুরকার, ভিডিয়ো রিপোস্ট প্রধানমন্ত্রীর
ভারতীয় সুরকারের পরিচালনায় ভারতের জাতীয় সঙ্গদীত পরিবেশন করলেন ১০০ ব্রিটিশ যন্ত্রসঙ্গীত শিল্পীImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2023 | 7:29 PM

লন্ডন / দিল্লি: পরিচালনা করছেন এক ভারতীয় সুরকার। আর তাঁর সুতোর টানে বিভিন্ন যন্ত্রে ঝঙ্কার তুলছেন লন্ডনের বিখ্যাত ‘রয়্যাল ফিলহারমনিক অর্কেস্ট্রা’-র ১০০ জন শিল্পী। তাঁদের বাজনায় বাজছে ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন অধিনায়ক’-এর সুর। ১৯৪৭ সালের ১৫ অগস্ট, ২০০ বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিল ভারত। এই ভিডিয়ো যেন সেই স্বাধীনতা প্রাপ্তিরই মূর্ত প্রতীক। ৭৭তম স্বাধীনতা দিবসের দিন ভারতীয় নাগরিকদের এই ভিডিয়ো উপহার দিলেন তিনবারের গ্র্যামি পুরস্কার বিজয়ী ভারতীয় সুরকার রিকি কেজ। লন্ডনের অ্যাবে রোড স্টুডিয়োতে তিনি জাতীয় সঙ্গীতের এই যন্ত্রসঙ্গীত সংস্করণ রেকর্ড করেছেন। এদিন তিনি সেই উপস্থাপনের একটি এক মিনিটের ভিডিয়ো ক্লিপ পোস্ট করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ভিডিয়োর ভূয়সী প্রশংসা করেছেন। ভিডিয়োটি তিনি রিপোস্টও করেছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ভিডিয়োটি পোস্ট করে, ক্যাপশনে রিকি কেজ বলেছেন, “কয়েকদিন আগে লন্ডনের কিংবদন্তি অ্যাবে রোড স্টুডিওতে, আমার পরিচালনায় দ্য রয়্যাল ফিলহারমনিক অর্কেস্ট্রার ১০০ জন যন্ত্রশিল্পী ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করেছিলেন। এখনও পর্যন্ত এটিই ভারতের জাতীয় সঙ্গীত রেকর্ড করার জন্য বৃহত্তম অর্কেস্ট্রা আয়োজন। শেষের “জয় হে” অংশটি শুনে আমার গায়ে কাঁটা দিচ্ছিল। একজন ভারতীয় সুরকার হিসেবে আমার দারুণ লেগেছিল। এই ঐতিহাসিক রেকর্ডিংটি আমি এই স্বাধীনতা দিবসে আপনাদের প্রত্যেকের সঙ্গে ভাগ করে নিচ্ছি। সসম্মানে এটি ব্যবহার করুন, শেয়ার করুন, দেখুন। এখন এটি আপনাদের। জয় হিন্দ। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা নেবেন। রিকি কেজ।” ভিডিয়োটি তাঁর এক্স হ্যান্ডেলে রিপোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “বিস্ময়কর পরিবেশনা। প্রত্যেক ভারতীয় এটা নিয়ে গর্ববোধ করবেন।”

রিকি কেজ জানিয়েছেন, ভারতের জাতীয় সঙ্গীতকে একটা মহাকাব্যিক রূপ দেওয়া চেষ্টা করেছেন তিনি। তাঁর মতে, এটি এমন বড় আকারে তৈরি করা হয়েছে যে, এই পরিবেশনা শুনলেই গায়ে কাঁটা দেবে। এমনকী, অন্যান্য দেশের নাগরিকরা, যাঁরা এতদিন ভারতের জাতীয় সঙ্গীত শোনেননি, তাঁদেরও নজর কাড়বে এই পরিবেশনা। ভারতের জাতীয় সঙ্গীতই তাঁর জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সঙ্গীত বলে জানিয়েছেন রিকি। তাই এই সঙ্গীত পরিবেশনের জন্য, রয়্যাল ফিলহারমনিক অর্কেস্ট্রা-কে পরিচালনা করা তাঁর কাছে বিশেষ মুহূর্ত ছিল। রিকি কেজ আরও জানিয়েছেন, ব্রিটিশরা ২০০ বছরেরও বেশি সময় ধরে ভারতকে শাসন করেছে। সেই ব্রিটিশদের সবথেকে জনপ্রিয় অর্কেস্ট্রাকে দিয়ে ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করানোর ফলে, গত ৭৭ বছরের পরিবর্তনটা ধরা পড়বে বলে মনে করেছিলেন তিনি।