Jaipur-Mumbai train: ভোরের ট্রেনে আতঙ্ক, জয়পুর-মুম্বই এক্সপ্রেসে আরপিএফ জওয়ানের গুলিতে নিহত ৪

Jaipur-Mumbai train: প্রাথমিক খবর অনুযায়ী, চারজনকেই গুলি করে হত্যা করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল সিটি চেতন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সোমবার ভোর ৫টা নাগাদ, দহিসার এবং মীরা রোড স্টেশনের মধ্যে এক জায়গায়।

Jaipur-Mumbai train: ভোরের ট্রেনে আতঙ্ক, জয়পুর-মুম্বই এক্সপ্রেসে আরপিএফ জওয়ানের গুলিতে নিহত ৪
কনস্টেবল চেতন শর্মাকে ৭ অগস্ট পর্যন্ত হেফাজতে নিল আরপিএফ Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Jul 31, 2023 | 11:12 AM

মুম্বই: রেল যাত্রার সময় যাত্রীদের নিরাপত্তার দায়িত্ব থাকে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ-এর হাতে। সোমবার (৩১ জুলাই) ভোরে জয়পুর-মুম্বই এক্সপ্রেসে, সেই রেল সুরক্ষা বাহিনীর এক জওয়ানের গুলিতেই প্রাণ গেল অন্তত ৪ জনের। আহত আরও বেশ কয়েকজন। নিহতদের মধ্যে একজন আরপিএফ-এর সহকারী সাব-ইন্সপেক্টর বা এএসআই রয়েছেন। বাকি তিনজন সাধারণ যাত্রী। প্রাথমিক খবর অনুযায়ী, চারজনকেই গুলি করে হত্যা করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল সিটি চেতন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সোমবার ভোর ৫টা নাগাদ, দহিসার এবং মীরা রোড স্টেশনের মধ্যে এক জায়গায়।

অভিযুক্ত কনস্টেবলকে আটক করেছে মুম্বই রেলওয়ে পুলিশ। রেলওয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে জয়পুর-মুম্বই এক্সপ্রেসের (ট্রেন নম্বর ১২৯৫৬) বি৫ কোচে। পুলিশের বিবৃতি অনুসারে, ভোর ৫টা বেজে ২৩ মিনিট নাগাদ ওই ট্রেনের এসকর্ট ইনচার্জ, আরপিএফ-এর এএসআই টিকা রামকে লক্ষ্য করে গুলি ছোড়ে যাত্রীদের সুরক্ষায় নিযুক্ত আরপিএফ কনস্টেবল সিটি চেতন। ঘটনায় আরও ৩ অসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এই ঘটনার খবর পেয়ে ওই কনস্টেবলকে আটক করা হয়েছে।

পশ্চিম রেলওয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “পালঘর স্টেশন অতিক্রম করার পর, চলন্ত জয়পুর এক্সপ্রেস ট্রেনের ভিতরে এক আরপিএফ কনস্টেবল গুলি চালান। তিনি একজন আরপিএফ এএসআই এবং অন্য তিন যাত্রীকে গুলি করে দহিসার স্টেশনের কাছে ট্রেন থেকে লাফ দেন। পরে অভিযুক্ত কনস্টেবলকে অস্ত্র-সহ আটক করা হয়েছে।”

বগির গায়ে গুলির আঘাতের চিহ্ন

সংবাদ সংস্থা এএনআই-এর এক টুইটে দেখা যাচ্ছে, ট্রেনটি মুম্বই সেন্ট্রাল স্টেশনে এসে পৌঁছেছে। ট্রেনটির বগির গায়ে, জানলার কাচে গুলির চিহ্ন রয়েছে। তবে, ঠিক কী কারণে এই ভয়ঙ্কর পদক্ষেপ করলেন ওই আরপিএফ জওয়ান, তা এখনও জানা যায়নি। রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার বিশদ তদন্ত করা হচ্ছে। জেরা করা হচ্ছে অভিযুক্ত আরপিএফ কনস্টেবল সিটি চেতনকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এএসআই টিকা রামের সঙ্গে সম্ভব কোনও বিষয় নিয়ে বিবাদ হয়েছিল ওই কনস্টেবলের। তার জেরেই এই ঘটনা। তবে, এর নেপথ্যে অন্য কোনও বিষয় আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।