Mamata Banerjee in Meghalaya: ‘উত্তর-পূর্বের সব রাজ্যে যাব’, মেঘালয়ে দাঁড়িয়ে বললেন মমতা

Mamata Banerjee in Meghalaya: ২৭ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন মেঘালয়ে। আজ গাড়োতে রাজাবালায় জনসভা থেকে বক্তব্য রাখছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee in Meghalaya: 'উত্তর-পূর্বের সব রাজ্যে যাব', মেঘালয়ে দাঁড়িয়ে বললেন মমতা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 22, 2023 | 4:06 PM

শিলং: দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন (Meghalaya Assembly Election 2023)। আগামী ২৭ ফেব্রুয়ারি নির্বাচন মেঘালয়ে। শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে এক চুল জমি ছাড়তে নারাজ বিরোধী থেকে শাসক দল সকলেই। গতকালই মেঘলায়ে দুটি জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ গাড়োতে রাজাবালায় জনসভা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই জনসভা থেকে কী কী বললেন দেখে নিন এক নজরে-

  1. LIC কবে উঠে যাবে কেউ জানে না। উজালা কোথায়? গৃহস্থালির গ্যাসের জন্য আপনাকে কত টাকা দিতে হয়? পেট্রল ডিজেলের দাম বেড়েছে। সবকিছুর দাম বেড়েছে। আর এদিকে হিংসা চলছে। আপানারা আমাদের ভোট দিন। আমরা বিজেপিকে আমরা পলিটিক্যাল মেডিসিন দেব দেশ থেকে ধুয়ে যাবে: মমতা
  2. তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়ে দিন। আর আগামী দিনে দিল্লি থেকে বিজেপিকে সরাবে তৃণমূলই। এই শপথের সূচনা আপনারা মেঘালয় থেকেই করুন: মমতা
  3. আমি বলি বিজেপিদের বলি, লড়তে পারলে লড়ো, করতে পারলে করো, গড়তে পারলে গড়ো। নাহলে দড়ি, কলসি আছে। সামনে জল আছে। ডুব, ডুব করে ডুব দিয়ে যাও। আর এখান থেকে মানে মানে সরে যাও। এটুকু আমরা বলতে চাই: মমতা
  4. যদি আপনাদের বিশ্বাস ভরসা থাকে তাহলে মনে রাখবেন সব দল একবার, তৃণমূল বারবার: মমতা
  5. দিল্লির বিজেপি কোনওদিন আপনাদের বন্ধু হবে না। কংগ্রেসও নয়। তারাও অনেকদিন ক্ষমতায় ছিল। একটা রাস্তা পর্যন্তও করতে পারেনি। কিন্তু তৃণমূল করে দেখিয়ে দিয়েছে: মমতা
  6. আমি এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি, মেঘালয়ে তৃণমূল জিতলে আমাদের বাংলার যত সোশ্য়াল ওয়ার্ক রয়েছে তা মেঘালয় সরকার কীভাবে বাস্তবায়িত করতে পারে তার জন্য বাংলা থেকেই টিম পাঠিয়ে আমরা সম্পূর্ণ মদত দেব: মমতা
  7. যে রাঁধে সে চুলও বাঁধে। আমি মহিলাদের ক্ষমতায়ন চাই। আমি চাই মা-বোনেরা এগিয়ে আসুক: মমতা
  8. আমার সংখ্যালঘু ও সংখ্যাগুরু সম্প্রদায় একজোট হয়ে ভোট দিন: মমতা
  9. ত্রিপুরায় নির্বাচনের নামে হিংসার মাধ্যমে ৯২ শতাংশ ভোট পড়েছে। আমি সব প্রার্থীদের অনুরোধ করছি সজাগ থাকুন যাতে ছাপ্পা ভোট হতে না পারে: মমতা
  10. আমার কোচবিহার থেকে এটা ২০ মিনিটের পথ, আর আমার আলিপুরদুয়ার থেকে এটা ৩০-৩৫ মিনিটের পথ। আপনি হেঁটেও চলে যেতে পারেন : মমতা
  11. বাংলায় আমরা শান্তিপূর্ণভাবে থাকি। আসতে আসতে উত্তর-পূর্ব অঞ্চলের সব জায়গাতেই আমরা যাব। আমরা নর্থ ইস্টার্ন ফ্রেন্ডশিপ গড়তে চাই। কলকাতা, শিলিগুড়ি আপনাদের গেটওয়ে। মনে রাখবেন বাংলাদেশ, ভুটান, নেপাল সীমা, সমস্ত দিয়ে বাংলা আপনাদের গেটওয়ে। যখন কোনও অসুবিধায় পড়বেন, মনে রাখবেন আপনাদের পাশেই কোচবিহার রয়েছে : মমতা
  12. আমাদের বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারে মা-বোনেরা মাসে ৫০০ থেকে ১০০০ টাকা পান। আমরা বিনা পয়সায় রেশন দিই। আমরা অনেক কাজ করি। বিয়ে না হলে আমরা ২৫ হাজার টাকা দিই। এমনকী কেউ মারা গেলে আমরা সমব্যথী প্রকল্পে আমরা শেষকৃত্য সম্পন্ন করার জন্য মৃতের পরিবারকে ২ হাজার টাকা করে দিই : মমতা
  13. এই সরকার কখনও অধিকার কেড়ে নেয়। কখনও তাঁরা বলেন, তুমি কী খাবে তা আমরা ঠিক করে দেব। কখনও বলবে, তুমি কোন স্কুলে যাইবা, আমি ঠিক কইরা দিমু। কখনও বলবে তুমি মাদ্রাসায় যাইবা না, স্কুলে যাইবা। তাঁরা বলেন, তুমি এখানে এটা করবে না, ওটা করবে। মেঘালয় চালাবে শুধু মেঘালয়। মেঘালয় চালাবে না গুয়াহাটি, দিল্লি। আমরাও বাংলা থেকে মেঘালয় চালাব না: মমতা
  14. প্রতিদিন বিজেপি ইডি, সিবিআই-র মাধ্যমে আমাদের দরজায় কড়া নাড়ছে। তাঁরা ভাবেন সবাই দুর্নীতিগ্রস্ত। আর তাঁরা একা সাধু: মমতা
  15. কোন নীতিবোধ থেকে কংগ্রেস ভোট চাইছে? আমি কংগ্রেসে ছিলাম। কিন্তু তাঁরা আমাদের দল থেকে বের করে দিয়েছে। কারণ আমরা বিজেপিকে আটকানোর জন্য লড়াই করছি: মমতা
  16. মেঘালয়েও সব ধর্মের উদযাপন হবে দেখতে চাই। শাসক দলের ধ্বংসাত্মক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে মেঘালয়বাসী লড়াই করবেন: মমতা
  17. বাংলায় আমরা দুর্গা পুজোও করি এবং ইদ মুবারকও করি। আপনাদের রমজান মাস আসছে। আমি আগাম রোজা মুবারক জানিয়ে যাচ্ছি। হোলির জন্য আগাম হোলি মুবারক, আগাম দোলযাত্রা জানিয়ে যাচ্ছি: মমতা
  18. আমরা সব ধর্মকে সম্মান করি। আমি মন্দির, মসজিদ, দরগা, গির্জা সহ জনজাতিদের উৎসবেও আমি যাই। কারণ আমার মনে হয় সকলের সঙ্গে থাকা আমার দায়িত্ব। সবার সঙ্গে থাকাটাই বড় ধর্ম: মমতা
  19. আমি খবর পেয়েছি গতকালও বিএসএফ ক্যাম্পের মধ্যে এক মা-কে, আমার বোনকে ধর্ষণ করা হয়েছে। অনেক অত্য়াচার সহ্য করে আমরা বেঁচে রয়েছি। মনে রাখবেন মেঘালয়ের মানুষদের জন্যই মেঘালয়। সেখানে বহিরাগতরা এসে কখনও এনআরসি, ক্যা (সিএএ), গুলি চাপিয়ে দেবে। এটা আর সহ্য করবেন না: মমতা
  20. কথায় কথায় পুলিশের গুলি। যাঁরা সেই গুলিতে মারা যান তাঁদের একবারও তো দেখতে আসেন না। কটা কেন্দ্রীয় দল পাঠান? আমাদের বাংলায় কথায় কথায় কেন্দ্রীয় দল পাঠিয়ে দেয়। আর মানুষের ঘরে এসে অত্যাচার চালায়। আপনাদের এখানে সীমান্তে গুলি চলে। কত মানুষ মারা যায়, একবারও ফিরে তাকায় না: মমতা
  21. কিন্তু মেঘালয়ে কেন ভাল বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, ভাল রাস্তা হবে না? এখানে বেকারত্বের সমস্যা কেন দূর হবে না? মেঘালয়ের মা-বোনেরা কেন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না? এখানকার যুবদের প্রচেষ্টা কেন সফল হবে না? মমতা
  22. আপনাদের চিকিৎসার জন্য কলকাতা বা গুয়াহাটি যেতে হয়। কলকাতায় সবসময় স্বাগত। আমাদের স্বাস্থ্য পরিষেবায় অনেক সুবিধা রয়েছে। আমরা আপনাদের বন্ধু। সেই বন্ধুত্ব আমরা বজায় রেখে চলেছি : মমতা
  23. মেঘালয়ে সরকার পরিবর্তন হবেই: মমতা
  24. গত পাঁচ বছর ধরে থাকা এই সরকারের অধীনে কোনও উন্নয়ন হয়নি। এখানে কোনও মেডিকেল কলেজ, ভাল রাস্তা নেই। তবে এখানে দুর্নীতি রয়েছে। এই দুর্নীতিগ্রস্ত সরকার বদলে ফেলুন: মমতা
  25. সব জাতি, সম্প্রদায়, ধর্মের মানুষরা একসঙ্গে তৃণমূলকে ভোট দেবেন। যাতে তৃণমূল একাই মেঘালয়ের উন্নয়ন করতে পারে: মমতা